নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেফাউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রেফাউল ইসলাম (৩২) নগরীর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর জানান, গত ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে (১৮) আমির কুটির এলাকায় টিনসেড ভাড়া বাসায় একা রেখে কাজের জন্য বাসা থেকে বের হন তার বাবা-মা। সেই সুযোগে বেলা পৌনে ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে অভিযুক্ত রেফাউল ইসলাম ঘরে প্রবেশ করে তরুণীকে ধর্ষণ করে।
তরুণীর মা দুপুর ১টার দিকে বাসায় ফিরে অভিযুক্ত রেফাউলকে ঘরে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান। তখন রেফাউল দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ওই দিনই কোতোয়ালি মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৮। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রেফাউলের পরিচয় নিশ্চিত হন তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন করা হয়। রেফাউলকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই উপ-অধিনায়ক।
বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেফাউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রেফাউল ইসলাম (৩২) নগরীর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর জানান, গত ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে (১৮) আমির কুটির এলাকায় টিনসেড ভাড়া বাসায় একা রেখে কাজের জন্য বাসা থেকে বের হন তার বাবা-মা। সেই সুযোগে বেলা পৌনে ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে অভিযুক্ত রেফাউল ইসলাম ঘরে প্রবেশ করে তরুণীকে ধর্ষণ করে।
তরুণীর মা দুপুর ১টার দিকে বাসায় ফিরে অভিযুক্ত রেফাউলকে ঘরে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান। তখন রেফাউল দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ওই দিনই কোতোয়ালি মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৮। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রেফাউলের পরিচয় নিশ্চিত হন তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন করা হয়। রেফাউলকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই উপ-অধিনায়ক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১০ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
১৮ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২০ মিনিট আগে