নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে শিক্ষক পরিষদের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় সভা হয়।
কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন, নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আসবেন এমন খবরে দুপুর ১টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী এসে লাইব্রেরি ভবনের শিক্ষক মিলনায়তন খুলে দিতে অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়াকে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ রাজি না হয়ে তাঁর কার্যালয়ে নৌকার প্রার্থীকে আসার প্রস্তাব দেন। পরে পাশের প্রশাসনিক ভবনের শিক্ষক পরিষদে বসার প্রস্তাব দেন পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার। এ নিয়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হন।
ঘটনাস্থলে উপস্থিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তন খুলে দিতে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ গোলাম কিবরিয়া তাতে গড়িমসি করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনি চেয়ারে বসে মেয়র সাদিকের জন্মদিন পালন করছেন। এখন মেয়র প্রার্থী খোকন ভাই আসায় টালবাহানা করছেন। তখন কাউন্সিলর বিপ্লব ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেন।
এ প্রসঙ্গে উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইউম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে এটা ঠিক যে মেয়র প্রার্থীর আসাকে কেন্দ্র করে শিক্ষক মিলনায়তন ব্যবহার নিয়ে কলেজে টানাপোড়েন হয়েছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বুধবার বেলা পৌনে ২টায় কলেজে আসেন। তিনি শিক্ষক পরিষদের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তবে এসব নিয়ে কলেজে কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন অধ্যক্ষ।
বরিশাল বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে শিক্ষক পরিষদের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় সভা হয়।
কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন, নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আসবেন এমন খবরে দুপুর ১টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী এসে লাইব্রেরি ভবনের শিক্ষক মিলনায়তন খুলে দিতে অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়াকে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ রাজি না হয়ে তাঁর কার্যালয়ে নৌকার প্রার্থীকে আসার প্রস্তাব দেন। পরে পাশের প্রশাসনিক ভবনের শিক্ষক পরিষদে বসার প্রস্তাব দেন পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার। এ নিয়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হন।
ঘটনাস্থলে উপস্থিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তন খুলে দিতে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ গোলাম কিবরিয়া তাতে গড়িমসি করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনি চেয়ারে বসে মেয়র সাদিকের জন্মদিন পালন করছেন। এখন মেয়র প্রার্থী খোকন ভাই আসায় টালবাহানা করছেন। তখন কাউন্সিলর বিপ্লব ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেন।
এ প্রসঙ্গে উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইউম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে এটা ঠিক যে মেয়র প্রার্থীর আসাকে কেন্দ্র করে শিক্ষক মিলনায়তন ব্যবহার নিয়ে কলেজে টানাপোড়েন হয়েছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বুধবার বেলা পৌনে ২টায় কলেজে আসেন। তিনি শিক্ষক পরিষদের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তবে এসব নিয়ে কলেজে কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন অধ্যক্ষ।
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
১৯ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে