পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী পৌর আওয়ামী লীগের কমিটিতে পদাবনতি হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির চার নম্বর সদস্য মো. মনিরুজ্জামান চৌধুরী মনু। এ ঘটনার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে তাঁর ভাতিজি সানজিদা সাবরিনা বাধন জানান, মনিরুজ্জামান চৌধুরী মনু বর্তমানে সুস্থ রয়েছেন।
মনু চৌধুরীর পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আড়াই বছর পর পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের স্বাক্ষরিত এ কমিটি শুক্রবার সকালে প্রকাশ করা হয়। এ কমিটিতে আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী মনুকে চার নম্বর সদস্য করা হয়। এতে ত্যাগী ও পরীক্ষিত এই আওয়ামী লীগ নেতা রাগে, ক্ষোভে ও অভিমানে শুক্রবার রাত ১টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি শনিবার ওই আওয়ামী লীগ নেতার ভাইয়ের মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে এ ঘটনাটি প্রকাশ পায়।
সানজিদা সাবরিনা বাধন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীতে ও দুই বার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ত্যাগী কর্মী হিসেবে পরিচিত মনিরুজ্জামান চৌধুরী মনুকে বর্তমান পৌর কমিটিতে ৪ নম্বর সাধারণ সদস্য বানানোর কষ্টে রাত ১ ঘটিকার সময় আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে রক্ষা করে।’
সানজিদা সাবরিনা বাধন বলেন, ‘মনু কাকা এমনিতেই হার্টের রোগী। কমিটিতে যোগ্যস্থান না পাওয়ার পর থেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। পরে শুক্রবার রাত ১টার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য তিনি বাসার ওপরে ওঠেন এবং সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাসার লোকজন টের পেয়ে কাকাকে উদ্ধার করি।’
এ ব্যাপারে আজকের পত্রিকার সঙ্গে মোবাইলে কথা হয় মনিরুজ্জামান চৌধুরী মনুর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ও আমার অন্যান্য ভাইয়েরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের পৌর কমিটিতে ছিলাম, দুই বার দপ্তর সম্পাদক ছিলাম, শেষের দুই বার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। অথচ সেখানে আমাকে সদ্যঘোষিত কমিটিতে শুধু কার্যনির্বাহী কমিটির চার নম্বর সদস্য করা হয়। এর চেয়ে আমাকে কিছু না করলেও ভালো ছিল। আমাকে কিছু না করলেও আমার কোনো দুঃখ-কষ্ট থাকত না। এভাবে আমাকে অপমান-অপদস্থ করাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কমিটির তালিকা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে কল দেওয়া হলে তারা কেউই কল রিসিভ করেননি।’
এ বিষয়ে মনিরুজ্জামান চৌধুরী মনুর বড় ভাই ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন চৌধুরী বলেন, ‘ঘটনা সত্য, তাঁকে (মনু চৌধুরী) পদাবনতি করার ক্ষোভে ও অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গতকাল রাত ১টার দিকে এ ঘটনা ঘটান তিনি। টের পেয়ে আমার ভাইয়ের মেয়েরা গিয়ে তাঁকে রক্ষা করে। এ বিষয়ে আমার এক ভাইয়ের মেয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে। আমরা পাঁচ ভাই সবাই ছোট বেলা থেকেই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ছোট ভাই মনু চৌধুরী এই রাজনীতি করতে গিয়ে এখন পর্যন্ত বিয়েও করেননি। মূলত এ কষ্টেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।’
সদ্যঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনি বলেন, ‘মনু চৌধুরী আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও নিবেদিত কর্মী এবং দলের দুর্দিনের লড়াকু যোদ্ধা। তিনি দীর্ঘদিন যাবৎ সক্রিয়ভাবে দলের কাজও করছেন এবং বিগত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতিতে উত্থান-পতন আছে এবং থাকবেই। তাই বলে আত্মহত্যা করার মত এমন একটি ঘটনা ঘটাবেন তা সঠিক করেননি মনু চৌধুরী।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, মনিরুজ্জামান চৌধুরী মনু কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন তা তাঁর জানা নেই।
পটুয়াখালী পৌর আওয়ামী লীগের কমিটিতে পদাবনতি হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির চার নম্বর সদস্য মো. মনিরুজ্জামান চৌধুরী মনু। এ ঘটনার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে তাঁর ভাতিজি সানজিদা সাবরিনা বাধন জানান, মনিরুজ্জামান চৌধুরী মনু বর্তমানে সুস্থ রয়েছেন।
মনু চৌধুরীর পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আড়াই বছর পর পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের স্বাক্ষরিত এ কমিটি শুক্রবার সকালে প্রকাশ করা হয়। এ কমিটিতে আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী মনুকে চার নম্বর সদস্য করা হয়। এতে ত্যাগী ও পরীক্ষিত এই আওয়ামী লীগ নেতা রাগে, ক্ষোভে ও অভিমানে শুক্রবার রাত ১টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি শনিবার ওই আওয়ামী লীগ নেতার ভাইয়ের মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে এ ঘটনাটি প্রকাশ পায়।
সানজিদা সাবরিনা বাধন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীতে ও দুই বার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ত্যাগী কর্মী হিসেবে পরিচিত মনিরুজ্জামান চৌধুরী মনুকে বর্তমান পৌর কমিটিতে ৪ নম্বর সাধারণ সদস্য বানানোর কষ্টে রাত ১ ঘটিকার সময় আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে রক্ষা করে।’
সানজিদা সাবরিনা বাধন বলেন, ‘মনু কাকা এমনিতেই হার্টের রোগী। কমিটিতে যোগ্যস্থান না পাওয়ার পর থেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। পরে শুক্রবার রাত ১টার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য তিনি বাসার ওপরে ওঠেন এবং সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাসার লোকজন টের পেয়ে কাকাকে উদ্ধার করি।’
এ ব্যাপারে আজকের পত্রিকার সঙ্গে মোবাইলে কথা হয় মনিরুজ্জামান চৌধুরী মনুর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ও আমার অন্যান্য ভাইয়েরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের পৌর কমিটিতে ছিলাম, দুই বার দপ্তর সম্পাদক ছিলাম, শেষের দুই বার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। অথচ সেখানে আমাকে সদ্যঘোষিত কমিটিতে শুধু কার্যনির্বাহী কমিটির চার নম্বর সদস্য করা হয়। এর চেয়ে আমাকে কিছু না করলেও ভালো ছিল। আমাকে কিছু না করলেও আমার কোনো দুঃখ-কষ্ট থাকত না। এভাবে আমাকে অপমান-অপদস্থ করাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কমিটির তালিকা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে কল দেওয়া হলে তারা কেউই কল রিসিভ করেননি।’
এ বিষয়ে মনিরুজ্জামান চৌধুরী মনুর বড় ভাই ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন চৌধুরী বলেন, ‘ঘটনা সত্য, তাঁকে (মনু চৌধুরী) পদাবনতি করার ক্ষোভে ও অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গতকাল রাত ১টার দিকে এ ঘটনা ঘটান তিনি। টের পেয়ে আমার ভাইয়ের মেয়েরা গিয়ে তাঁকে রক্ষা করে। এ বিষয়ে আমার এক ভাইয়ের মেয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে। আমরা পাঁচ ভাই সবাই ছোট বেলা থেকেই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ছোট ভাই মনু চৌধুরী এই রাজনীতি করতে গিয়ে এখন পর্যন্ত বিয়েও করেননি। মূলত এ কষ্টেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।’
সদ্যঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনি বলেন, ‘মনু চৌধুরী আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও নিবেদিত কর্মী এবং দলের দুর্দিনের লড়াকু যোদ্ধা। তিনি দীর্ঘদিন যাবৎ সক্রিয়ভাবে দলের কাজও করছেন এবং বিগত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতিতে উত্থান-পতন আছে এবং থাকবেই। তাই বলে আত্মহত্যা করার মত এমন একটি ঘটনা ঘটাবেন তা সঠিক করেননি মনু চৌধুরী।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, মনিরুজ্জামান চৌধুরী মনু কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন তা তাঁর জানা নেই।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৭ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৮ ঘণ্টা আগে