নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে ধারণ করা তাঁদের রাত্রি যাপনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়।
অভিযোগ পেয়ে পুলিশ হোটেলের কর্মী জাহিদ ও শাহীন হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দায়ের হওয়া মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে তাঁদের রাত্রি যাপনের দৃশ্য ধারণ করে এক হোটেলকর্মী। গতকাল হোটেলকর্মী জাহিদ গিয়ে ওই গৃহবধূকে জানান, তাঁদের ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে তিনি দেখেছে।
এমন খবর শুনে রাতে হোটেলে ছুটে যান গৃহবধূ। পরে শাহীন হোটেলে এসে জানায় ভিডিওটি যে মোবাইলে রাখা সেটি বাসায় রেখে এসেছেন। এরপর গৃহবধূকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় শাহীন।
পরে ভিডিওটি ডিলিট করতে ওই গৃহবধূকে তাঁর বাসায় যাওয়ার কথা বলেন তিনি। এরপর গৃহবধূকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকার একটি বাড়া বাসায় নিয়ে যায় শাহীন। সেখানে একটি রুমে আটকে কয়েকজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
সেখান থেকে কোনোমতে ফিরে পুলিশে খবর দেন ভুক্তভোগী। পরে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের হলে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলেন শাহীন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু ও জাহিদ। জাহিদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে এবং বাকিদের বাড়ি উজিরপুরে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গতকাল রাত ১০টা থেকে ১১টায় ওই নারীকে ধর্ষণ করে। রাতেই গৃহবধূ এসে অভিযোগ দিলে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে ধারণ করা তাঁদের রাত্রি যাপনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়।
অভিযোগ পেয়ে পুলিশ হোটেলের কর্মী জাহিদ ও শাহীন হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দায়ের হওয়া মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিয়ে হলেও আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন স্বামী-স্ত্রী। গোপনে তাঁদের রাত্রি যাপনের দৃশ্য ধারণ করে এক হোটেলকর্মী। গতকাল হোটেলকর্মী জাহিদ গিয়ে ওই গৃহবধূকে জানান, তাঁদের ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে তিনি দেখেছে।
এমন খবর শুনে রাতে হোটেলে ছুটে যান গৃহবধূ। পরে শাহীন হোটেলে এসে জানায় ভিডিওটি যে মোবাইলে রাখা সেটি বাসায় রেখে এসেছেন। এরপর গৃহবধূকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় শাহীন।
পরে ভিডিওটি ডিলিট করতে ওই গৃহবধূকে তাঁর বাসায় যাওয়ার কথা বলেন তিনি। এরপর গৃহবধূকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকার একটি বাড়া বাসায় নিয়ে যায় শাহীন। সেখানে একটি রুমে আটকে কয়েকজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
সেখান থেকে কোনোমতে ফিরে পুলিশে খবর দেন ভুক্তভোগী। পরে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের হলে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলেন শাহীন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু ও জাহিদ। জাহিদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে এবং বাকিদের বাড়ি উজিরপুরে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গতকাল রাত ১০টা থেকে ১১টায় ওই নারীকে ধর্ষণ করে। রাতেই গৃহবধূ এসে অভিযোগ দিলে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
৯ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
২৩ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
২৭ মিনিট আগে