নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।
গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। ছাত্র ৩০ হাজার ৩২২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। আর ৩১ হাজার ৫৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২১৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।
বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।
এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।
গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। ছাত্র ৩০ হাজার ৩২২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। আর ৩১ হাজার ৫৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২১৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।
বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।
এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৬ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৪ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩২ মিনিট আগে