কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক বাড়ির সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও স্বর্ণঙ্কার লুট করে একদল ডাকাত। পরে ওই পরিবারের সদস্যসহ স্থানীয়রা সন্দেহের বশে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা ডাকাতির করা লোকদের শনাক্তের পুলিশে সোপর্দ করে। এ সময় লুট করা অর্থ ও গয়না উদ্ধার করা হয়।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে গামুরতলার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়।
আটক ব্যক্তিরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০), এবং রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুজন গামুরতলা গ্রামের এবং চারজন আমতলী উপজেলার বাসিন্দা।
স্থানীয় আবুল হাসেমের বাড়ি থেকে সবাইকে আটক করা হয়। এদের মধ্যে দুজনের নামে আগেই ডাকাতির মামলা আছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে গামুরতলার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। তারা দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এদিকে ওই এলাকার আবুল হাসেমের বাড়িতে গত কয়েক দিন ধরে কিছু যুবক সন্দেহজনকভাবে আসা যাওয়া করছিলেন। সেই সন্দেহে তাঁর বাড়িতে যান রাসেল হাওলাদার ও তাঁর স্ত্রী
নুপুর বেগম। সঙ্গে স্থানীয় কয়েকজন ছিলেন। তাঁরা গিয়ে ডাকাতদের শনাক্ত করে পুলিশ দেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক বাড়ির সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও স্বর্ণঙ্কার লুট করে একদল ডাকাত। পরে ওই পরিবারের সদস্যসহ স্থানীয়রা সন্দেহের বশে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা ডাকাতির করা লোকদের শনাক্তের পুলিশে সোপর্দ করে। এ সময় লুট করা অর্থ ও গয়না উদ্ধার করা হয়।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে গামুরতলার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়।
আটক ব্যক্তিরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০), এবং রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুজন গামুরতলা গ্রামের এবং চারজন আমতলী উপজেলার বাসিন্দা।
স্থানীয় আবুল হাসেমের বাড়ি থেকে সবাইকে আটক করা হয়। এদের মধ্যে দুজনের নামে আগেই ডাকাতির মামলা আছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে গামুরতলার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। তারা দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এদিকে ওই এলাকার আবুল হাসেমের বাড়িতে গত কয়েক দিন ধরে কিছু যুবক সন্দেহজনকভাবে আসা যাওয়া করছিলেন। সেই সন্দেহে তাঁর বাড়িতে যান রাসেল হাওলাদার ও তাঁর স্ত্রী
নুপুর বেগম। সঙ্গে স্থানীয় কয়েকজন ছিলেন। তাঁরা গিয়ে ডাকাতদের শনাক্ত করে পুলিশ দেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২৪ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে