গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮) এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজীব হাওলাদারের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে আল আমিনের ওপর হামলা চালিয়ে তাঁর বাঁ পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে ছয়জন আহত হন।
আহতরা হলেন বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮), স্বেচ্ছাসেবক দলের সদস্য আলাউদ্দিন সরদার বাবুল (৩৩), লিটন সরদার (৪৫), জয় (১৫) এবং অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি।
আল আমিন চাপরাশি অভিযোগ করেন, রাজীব হাওলাদার, দুলাল সরদার (বাঘা দুলাল), যুবদল সদস্য লোকমান ব্যাপারী ও জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র হামলা চালান। হামলাকারীদের কাছে ধারালো অস্ত্র, পিস্তল, শটগান, হকিস্টিক এবং জিআই পাইপ ছিল।
অন্যদিকে, রাজীব হাওলাদার হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সংঘর্ষের বিষয়ে অবগত হয়েছেন এবং আল আমিন চাপরাশির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮) এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজীব হাওলাদারের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে আল আমিনের ওপর হামলা চালিয়ে তাঁর বাঁ পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে ছয়জন আহত হন।
আহতরা হলেন বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮), স্বেচ্ছাসেবক দলের সদস্য আলাউদ্দিন সরদার বাবুল (৩৩), লিটন সরদার (৪৫), জয় (১৫) এবং অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি।
আল আমিন চাপরাশি অভিযোগ করেন, রাজীব হাওলাদার, দুলাল সরদার (বাঘা দুলাল), যুবদল সদস্য লোকমান ব্যাপারী ও জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র হামলা চালান। হামলাকারীদের কাছে ধারালো অস্ত্র, পিস্তল, শটগান, হকিস্টিক এবং জিআই পাইপ ছিল।
অন্যদিকে, রাজীব হাওলাদার হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সংঘর্ষের বিষয়ে অবগত হয়েছেন এবং আল আমিন চাপরাশির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার রাতে গাজীপুরের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেরাজধানীর বনশ্রীতে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে খালে (নড়াই নদী) পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানান, তর্কাতর্কির পর কয়েকজন যাত্রী চালককে মারধর করেন। পরে চালক ইচ্ছা করেই বাসটি খালের দিকে নামিয়ে দেন...
১ ঘণ্টা আগেঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’
১ ঘণ্টা আগে