Ajker Patrika

পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে আহত কিশোর

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৫: ৫৯
পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে আহত কিশোর

বরিশালের মুলাদীতে ঈদের চাঁদরাতের আনন্দে পটকা ফোটাতে গিয়ে এক কিশোর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত রাকিব (১২) চরকালেখান গ্রামের মো. আলম সরদারের ছেলে। পটকা বিস্ফোরণে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়। 

মাদ্রাসা বাজারের ব্যবসায়ী ইউসুফ আলী জানান, গতকাল বুধবার রাতে রাকিব বন্ধুদের সঙ্গে পটকা ফুটিয়ে উৎসব করছিল। রাত সাড়ে ১০টার দিকে একটি পটকা তার হাতের মধ্যে বিস্ফোরিত হলে তালু ও কবজি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্বজনেরা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে গতকাল রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকেরা। 

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মঈনুল হাসান বলেন, বিস্ফোরণে কিশোরে হাতের তালু ও কবজি পুড়ে যাওয়া উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত