পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও তাদের সমর্থিত এক ব্যবসায়ীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার শিকদারমিল্লক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম।
এ ঘটনায় ওই এলাকার আওয়ামী লীগের সদস্য যদু নাথ দাস নামের এক ভুক্তভোগী জানান, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিয়ে হিন্দু নারীদের নানা রকম ভয় ভীতি দেখানো হচ্ছে। নৌকায় ভোট দিলে সমস্যা হবে বলে তারা হুমকি দিচ্ছেন।
যদু নাথ দাস অভিযোগ করে বলেন, একটি মহল স্থানীয় ও ইউনিয়নের বাইরের কিছু সন্ত্রাসী এনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের নানাভাবে নৌকায় ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ দিকে দোকানের মালিক সবুজ মন্ডল বলেন, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণেই তাঁর দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে আগুন দেওয়ার কারণে কেউ আগুন নেভাতে পারে নাই। দোকানসহ দোকানের সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিকদারমিল্লক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দাস জানান, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেওয়ার জন্যই এ আগুন গুলো দেওয়া হয়েছে। যাতে করে তারা নৌকা মার্কায় ভোট দিতে ভয় পায়। তাই ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনরে ওপর হুমকির কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না।
পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, দোকান ও নৌকা মার্কার প্রচারণা অফিসে আগুনের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনা ঘটেছে তাই কারা এ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।
পিরোজপুর সদর উপজেলার আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও তাদের সমর্থিত এক ব্যবসায়ীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার শিকদারমিল্লক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম।
এ ঘটনায় ওই এলাকার আওয়ামী লীগের সদস্য যদু নাথ দাস নামের এক ভুক্তভোগী জানান, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিয়ে হিন্দু নারীদের নানা রকম ভয় ভীতি দেখানো হচ্ছে। নৌকায় ভোট দিলে সমস্যা হবে বলে তারা হুমকি দিচ্ছেন।
যদু নাথ দাস অভিযোগ করে বলেন, একটি মহল স্থানীয় ও ইউনিয়নের বাইরের কিছু সন্ত্রাসী এনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের নানাভাবে নৌকায় ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ দিকে দোকানের মালিক সবুজ মন্ডল বলেন, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণেই তাঁর দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে আগুন দেওয়ার কারণে কেউ আগুন নেভাতে পারে নাই। দোকানসহ দোকানের সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিকদারমিল্লক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দাস জানান, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেওয়ার জন্যই এ আগুন গুলো দেওয়া হয়েছে। যাতে করে তারা নৌকা মার্কায় ভোট দিতে ভয় পায়। তাই ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনরে ওপর হুমকির কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না।
পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, দোকান ও নৌকা মার্কার প্রচারণা অফিসে আগুনের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনা ঘটেছে তাই কারা এ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।
পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদের জলাবাড়ি ইউনিয়নে প্রায় সাত কিলোমিটার খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব খালের বেশির ভাগ স্থানে পাড় ড্রেসিং (ছেঁটে ফেলানো) করা হলেও ওপরে কোনো মাটি ওঠানো হয়নি।
১ ঘণ্টা আগেঢাকার মাতুয়াইলে ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা অংশের পাশেই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। গত সোমবার সকালে কলেজটিতে প্রায় তিন ঘণ্টা ধরে হামলা, ভাঙচুর, লুটপাটসহ নানা তাণ্ডব চালানো হয়। এতে কলেজটির ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে...
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর আকার বৃদ্ধি এবং সংস্কারকাজ চলছে ধীরগতিতে। এদিকে নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী তিনটি ইউনিয়নের মানুষ। বিকল্প হিসেবে কাঠের মই ব্যবহার করে সেতুতে উঠে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে