ট্রাকের ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাকেরগঞ্জ পৌর শহরে থামানো ট্রাকের ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে আরোহী দুইজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুহিতা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-বাকেরগঞ্জের চরামদ্দি উপজেলার বদরুল সিকদার (৬০) ও বরিশাল নগরীর বটতলা এলাকার মনিরুজ্জামান বাচ্চু (৬১)। তারা পেশায় ঠিকাদার বলে জানা গেছে। বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক মো. রিয়াজ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান বলেন, মোটরসাইকেলটি পটুয়াখালী থেকে বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। একটি ভেকু মেশিন তোলার জন্য ট্রাকটি রাখা ছিল মহাসড়কের পাশে। তবে ট্রাকের সিগন্যাল বাতি ছিল না। দ্রুত গতির মোটরসাইকেল এসে ট্রাকের ওপর আছড়ে পড়ে। আহত দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

বাকেরগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম মাহমুদুল হাসান বলেন, ‘হাসপাতালে পৌছার আগেই দুজন মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত