কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। এ মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে দেওয়া হয়। আজ রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালতে এ আদেশ দেওয়া হয়।
এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. জামান হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তাঁর ভাই আজিজ আকনসহ চারজনকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তার ভাইসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নামে বেনামে ভুয়া প্রকল্প তৈরি করেন। ২০১৭-২০১৮ অর্থ বছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা, নতুনপাড়া মমিন সিকদার বাড়ি থেকে কালাম মৃধার বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরে নতুনপাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ২ লাখ টাকা, চাপলীবাজার হারুন খানের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপনের ৭০ হাজার টাকাসহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের ১৩ লাখ ৩৫ হাজার ৪৮ টাকা কোনোরকম কাজ না করে আসামিরা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তবে ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জামান হোসেন ধূলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। ধূলাসার ইউনিয়নের নির্বাচন আসন্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে তিনি কল্পিত অভিযোগে মামলা করেছেন।
সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। এ মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে দেওয়া হয়। আজ রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালতে এ আদেশ দেওয়া হয়।
এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. জামান হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তাঁর ভাই আজিজ আকনসহ চারজনকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তার ভাইসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নামে বেনামে ভুয়া প্রকল্প তৈরি করেন। ২০১৭-২০১৮ অর্থ বছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা, নতুনপাড়া মমিন সিকদার বাড়ি থেকে কালাম মৃধার বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরে নতুনপাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ২ লাখ টাকা, চাপলীবাজার হারুন খানের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপনের ৭০ হাজার টাকাসহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের ১৩ লাখ ৩৫ হাজার ৪৮ টাকা কোনোরকম কাজ না করে আসামিরা উত্তোলন করে আত্মসাৎ করেন।
তবে ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জামান হোসেন ধূলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। ধূলাসার ইউনিয়নের নির্বাচন আসন্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে তিনি কল্পিত অভিযোগে মামলা করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে