গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু (৫০), পলাশ হোসেন (২৭), মামুন খান (২৫), মেহেদী হাসান (৩২) ও সৈকত গুহর ছোট ভাই পিন্টু গুহ (৪০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ শুক্রবার সকালে সৈকত গুহ পিকলুকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আলতাফ হোসেনের জানাজায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় সঙ্গে ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুসহ তাঁর ১৪-১৫ জন সমর্থক। রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ডে কিছু সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যুবলীগ নেতা দেলোয়ারের ছেলে ছাত্রলীগের কর্মী ইমতিয়াজ মাহমুদ (৩২) একজনকে থাপ্পড় মারেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষে হাতাহাতি, পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে সেখানে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে লক্ষ করে পিস্তল দিয়ে গুলি করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ। তাতে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহর অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত বেশ গভীর। তবে দেলোয়ার হোসেনের গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু (৫০), পলাশ হোসেন (২৭), মামুন খান (২৫), মেহেদী হাসান (৩২) ও সৈকত গুহর ছোট ভাই পিন্টু গুহ (৪০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ শুক্রবার সকালে সৈকত গুহ পিকলুকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আলতাফ হোসেনের জানাজায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় সঙ্গে ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুসহ তাঁর ১৪-১৫ জন সমর্থক। রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ডে কিছু সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যুবলীগ নেতা দেলোয়ারের ছেলে ছাত্রলীগের কর্মী ইমতিয়াজ মাহমুদ (৩২) একজনকে থাপ্পড় মারেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষে হাতাহাতি, পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে সেখানে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে লক্ষ করে পিস্তল দিয়ে গুলি করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ। তাতে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহর অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত বেশ গভীর। তবে দেলোয়ার হোসেনের গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে