বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোপানোর ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫: ০৭
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলের ৪০১৮ নম্বর রুমে ঢুকে ছাত্রলীগের কর্মী সিফাতসহ দুজনকে কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—আলীম সালেহী, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদ ও রিয়াজ উদ্দিন মোল্লা।

আজ বুধবার বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।’

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবারও ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ঢুকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আজ বুধবার সিফাত বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, দুই পক্ষই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। 

আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’

সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’ 

অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত