মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে গণসংযোগের সময় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহির উদ্দীন খসরুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মনদীপ ঘরাই তাঁকে শোকজ করেন।
শোকজের চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল হাসান খান মিঠু প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির উদ্দীন খসরুর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে প্রার্থিতা বাতিলের দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এসব বিষয় নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু ভোটারদের মধ্যে টাকা বিতরণের বিষয় অস্বীকার করেছেন। তাঁর দাবি, দুটি ছবি ব্যবহার করে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে।
শোকজে উল্লেখ করা হয়েছে, মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের সময় ভোটারদের টাকা বিতরণ করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়। ভোটারদের টাকা বিতরণ উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার পরিপন্থী।
জহির উদ্দীন খসরু বলেন, ‘কোনো ভোটারকে টাকা দেওয়া হয়নি। গত ৬ মে সফিপুর ইউনিয়নে অটোরিকশাচালককে ভাড়া দেওয়া ও একটি দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সাহায্য করার সময় সমর্থকেরা ছবি তুলেছেন। ওই ছবি দুটি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছেন। গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। যথাসময়ে শোকজের উত্তর দেওয়া হবে।’
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরুকে শোকজ করার পাশাপাশি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’
২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মো. তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীকে, মো. জহির উদ্দীন খসরু দোয়াত কলম ও তারেক আহমদ খান ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশালের মুলাদীতে গণসংযোগের সময় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহির উদ্দীন খসরুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মনদীপ ঘরাই তাঁকে শোকজ করেন।
শোকজের চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল হাসান খান মিঠু প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির উদ্দীন খসরুর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে প্রার্থিতা বাতিলের দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এসব বিষয় নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু ভোটারদের মধ্যে টাকা বিতরণের বিষয় অস্বীকার করেছেন। তাঁর দাবি, দুটি ছবি ব্যবহার করে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে।
শোকজে উল্লেখ করা হয়েছে, মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের সময় ভোটারদের টাকা বিতরণ করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়। ভোটারদের টাকা বিতরণ উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার পরিপন্থী।
জহির উদ্দীন খসরু বলেন, ‘কোনো ভোটারকে টাকা দেওয়া হয়নি। গত ৬ মে সফিপুর ইউনিয়নে অটোরিকশাচালককে ভাড়া দেওয়া ও একটি দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সাহায্য করার সময় সমর্থকেরা ছবি তুলেছেন। ওই ছবি দুটি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছেন। গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। যথাসময়ে শোকজের উত্তর দেওয়া হবে।’
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরুকে শোকজ করার পাশাপাশি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’
২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মো. তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীকে, মো. জহির উদ্দীন খসরু দোয়াত কলম ও তারেক আহমদ খান ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
৫ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৯ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগে