ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে যাওয়ায় কাউখালী-স্বরূপকাঠি সড়ক যোগাযোগ বন্ধ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
Thumbnail image

পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের কাউখালী আমরাজুড়ী ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা নদীর ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে এই পথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, সন্ধ্যা নদীর তীরে গাবখান চ্যানেলের মোহনায় আমরাজুড়ী ফেরিঘাট। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠি সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরি। দীর্ঘদিন ধরে ফেরিঘাট এলাকায় একের পর এক ভাঙনের কারণে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সরকারিভাবে জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যায়নি। তার ওপর আজ সকাল থেকে ফেরির গ্যাংওয়ে দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে আমরাজুড়ী ঘাটের ফেরির ইজারাদার আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফেরি বিভাগের লোকজন কাজ করছে। আজই ফেরি চালু করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত