গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তাসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন—সহকারী কর্মকর্তা মো. মজিবর রহমান (৫৪) এবং উপসহকারী কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন (৩২)। আহতদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সরিকল ভূমি কার্যালয়ে কাজ করছিলেন সহকারী কর্মকর্তা মজিবর রহমান। এ সময় কুড়িরচর গ্রামের মো. কাওছার আহম্মেদ মিঠু (৪০) একটি পর্চা তাঁর কাছে চান। দাবি করা পর্চার সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান মজিবর। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিঠু ভূমি কর্মকর্তাকে মারধর করেন।
ভূমি কর্মকর্তা মজিবর রহমান জানান, মিঠু তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারী মিঠু অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথি ছিঁড়ে তছনছ করেন এবং ভবিষ্যতে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে চলে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় আহত মজিবর রহমান বাদী হয়ে শুক্রবার গৌরনদী থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তাসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন—সহকারী কর্মকর্তা মো. মজিবর রহমান (৫৪) এবং উপসহকারী কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন (৩২)। আহতদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সরিকল ভূমি কার্যালয়ে কাজ করছিলেন সহকারী কর্মকর্তা মজিবর রহমান। এ সময় কুড়িরচর গ্রামের মো. কাওছার আহম্মেদ মিঠু (৪০) একটি পর্চা তাঁর কাছে চান। দাবি করা পর্চার সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান মজিবর। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিঠু ভূমি কর্মকর্তাকে মারধর করেন।
ভূমি কর্মকর্তা মজিবর রহমান জানান, মিঠু তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারী মিঠু অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথি ছিঁড়ে তছনছ করেন এবং ভবিষ্যতে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে চলে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় আহত মজিবর রহমান বাদী হয়ে শুক্রবার গৌরনদী থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
কুমিল্লার দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে মো. শাহাদাৎ হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভীরতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর থেকে তাঁর দোকানের কর্মচারী পলাতক রয়েছেন।
৭ মিনিট আগেআগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে যাওয়া তলার প্রতিটি কক্ষের সব পুড়ে গেছে। কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া জিনিসপত্র। এসব পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। ভবন পরিদর্শনের সময়...
৩৩ মিনিট আগেমেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে তাছলিমা বেগম (৪৮) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদবিল গ্রামের একটি বিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তাছলিমা চুয়াডাঙ্গার ছাগল ফার্মপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।
৩৮ মিনিট আগেময়মনসিংহে ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সেই সঙ্গে ওই পরিবারের একজন ও অটোরিকশার চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তারাকান্দা
১ ঘণ্টা আগে