গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তাসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন—সহকারী কর্মকর্তা মো. মজিবর রহমান (৫৪) এবং উপসহকারী কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন (৩২)। আহতদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সরিকল ভূমি কার্যালয়ে কাজ করছিলেন সহকারী কর্মকর্তা মজিবর রহমান। এ সময় কুড়িরচর গ্রামের মো. কাওছার আহম্মেদ মিঠু (৪০) একটি পর্চা তাঁর কাছে চান। দাবি করা পর্চার সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান মজিবর। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিঠু ভূমি কর্মকর্তাকে মারধর করেন।
ভূমি কর্মকর্তা মজিবর রহমান জানান, মিঠু তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারী মিঠু অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথি ছিঁড়ে তছনছ করেন এবং ভবিষ্যতে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে চলে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় আহত মজিবর রহমান বাদী হয়ে শুক্রবার গৌরনদী থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তাসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন—সহকারী কর্মকর্তা মো. মজিবর রহমান (৫৪) এবং উপসহকারী কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন (৩২)। আহতদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সরিকল ভূমি কার্যালয়ে কাজ করছিলেন সহকারী কর্মকর্তা মজিবর রহমান। এ সময় কুড়িরচর গ্রামের মো. কাওছার আহম্মেদ মিঠু (৪০) একটি পর্চা তাঁর কাছে চান। দাবি করা পর্চার সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান মজিবর। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিঠু ভূমি কর্মকর্তাকে মারধর করেন।
ভূমি কর্মকর্তা মজিবর রহমান জানান, মিঠু তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারী মিঠু অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথি ছিঁড়ে তছনছ করেন এবং ভবিষ্যতে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে চলে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় আহত মজিবর রহমান বাদী হয়ে শুক্রবার গৌরনদী থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. কাওছার আহম্মেদ মিঠুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা জমিসহ একটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত...
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ দিনমজুরের বাড়ি পুড়ে গেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলা চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শিশু মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টাকারী এক কিশোরকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। আজ সোমবার দুপুরে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় তাকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা।
১২ মিনিট আগেখুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
১৫ মিনিট আগে