Ajker Patrika

স্বামীর করা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিক কারাগারে

প্রতিনিধি, কলাপাড়া, (পটুয়াখালী) 
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৪
স্বামীর করা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিক কারাগারে

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর করা মামলায় স্ত্রীসহ প্রেমিক ও তাঁদের এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল বুধবার স্বামী আবুল কালাম প্যাদা বাদী হয়ে স্ত্রী নিলুফা বেগম (৩০), প্রেমিক তুহিন সরদার (২৩) ও তাঁদের সহযোগী রাকিবুল ইসলামকে (২২) আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন। পুলিশ ওই দিন বিকেলেই উপজেলার বালিয়াতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বড়বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পেশাগত কারণে কালাম কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালানোর কাজে অধিকাংশ সময় বাইরে থাকতেন। এই সুযোগে তুহিন সরদার নামের ওই যুবক ও তাঁর স্ত্রী নিলুফার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে আগে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। তবু তারা সংশোধন হননি। গত ৬ সেপ্টেম্বর আরেক আসামি রাকিবুলের সহায়তায় ঘরে থাকা ২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পালিয়ে যান। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে তিনি পরিবারের সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।   

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, `আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। এরপর বিজ্ঞ আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত