Ajker Patrika

বরিশালে প্রাইভেট কারের চাকায় মাদক বহন, আটক ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৩
বরিশালে প্রাইভেট কারের চাকায় মাদক বহন, আটক ২

বরিশালে প্রাইভেট কারের চাকায় বিশেষ কৌশলে মাদক বহনের সময় দুই কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গাড়ির চাকা খুলে পাঁচ কেজি গাঁজা উদ্ধার এবং প্রাইভেট কার জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে নগরীর বান্দ রোডের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য জানিয়েছেন। উত্তর রহমতপুর ব্রিজ এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার মিরপুর এলাকার শিমুল সরকার (৩০) এবং মুন্সিগঞ্জের বালাসুর পূর্ব বাগাঙ্গা এলাকার আফজাল হোসেন (৩৮)।

অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তখন রহমতপুর ব্রিজের পাশে থাকা দুই ব্যক্তি ও একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারের সামনের দুই চাকায় বিশেষ কায়দায় বহন করা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী ও সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত