Ajker Patrika

মুলাদীতে থেমে থেমে বিস্ফোরণের শব্দে আতঙ্ক, ১০ গরু লুট

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে থেমে থেমে বিস্ফোরণের শব্দে আতঙ্ক, ১০ গরু লুট

বরিশালের মুলাদীতে থেমে থেমে হাত বোমা ও ককটেল বিস্ফোরণের শব্দে চার গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর ও টুমচর এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় টুমচর গ্রাম থেকে ১০টি গরু লুট হয়।

এদিকে সম্প্রতি খুন হওয়া আওয়ামী লীগ নেতা রুবেল শাহ হত্যা মামলার আসামিরা এই ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। তবে পুলিশ বলছে, এসব বিস্ফোরণ কে বা কারা ঘটিয়েছে তার প্রমাণ পাওয়া যায়নি।

নিহত রুবেল শাহর ভাই রোমান শাহ বলেন, হত্যা মামলার আসামিরা বেশ কিছুদিন ধরে এলাকায় ঢোকার চেষ্টা করছিল। তারাই হাত বোমা ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে এবং এগুলোর কাঁচামালের খরচ জোগাতে সাধারণ মানুষের গরু-ছাগল নিয়ে গেছে।

এ বিষয়ে চিঠিরচর গ্রামের মমিন হোসেন বলেন, গতকাল শনিবার রাত ৮টার দিকে চিঠিরচর বাজার এলাকায় ১৫-২০টি হাত বোমা ও ককটেল বিস্ফোরণের শব্দ হয়। তখন ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি।

টুমচর গ্রামের জহিরুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ঢোকে। তারা সাহেব আলী সরদার, জেলাল সরদার, আফজাল হাওলাদারের গরুসহ এলাকা থেকে ১০টি গরু নিয়ে গেছে। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে প্রতিরোধের জন্য বের হলে তারা হাত বোমা ও ককটেল বিস্ফোরণ করতে করতে চলে যায়।

বাটামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ মো. মিন্টু বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রুবেল শাহ হত্যা মামলার আসামিরা চিঠিরচর এলাকায় হাজী পক্ষের লোকজনের মুখোমুখি হয়েছিল। তখন ৮০-৮৫টি হাত বোমা ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মুহুর্মুহু শব্দে আশপাশের গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, গতকাল শনিবার রাতে ওই এলাকায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বাটামারায় বিস্ফোরণের কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখতে জাগরণী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সকালে আওয়ামী লীগ নেতা হাজী পক্ষের রুবেল শাহকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত ৯ জানুয়ারি তাঁর স্ত্রী নারগিস বেগম বাদী হয়ে আকন পক্ষের ফারুক হাওলাদার, মোকছেদ আকন, লোকমান হোসেনসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত