নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দীগঞ্জে ঘন কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী একটি লঞ্চ পাঁচটি ইঞ্জিনচালিত নৌকার ওপর উঠে যাওয়ায় সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের মেহেন্দীগঞ্জে কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ মাছ ধরার পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে দিয়েছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাচ্ছিল। মেহেন্দীগঞ্জ উপজেলার নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেরা হলেন পাশের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের বাকিউল্লাহ (৪০) ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাকের সিকদার (৩৫)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলাগামী লঞ্চটি ভোররাত চারটার দিকে চরশেফুলী স্টেশনে ভিড়ছিল। লঞ্চটি মাঝনদী থেকে পন্টুনের দিকে যাচ্ছিল। পন্টুনের অদূরে নদীর তীরে বাঁধা ছিল মাছ ধরার কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা। ঘন কুয়াশায় লঞ্চটি দিক হারিয়ে নৌকার সারির ওপর উঠে যায়। এতে পাঁচটি নৌকা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন দুজন।
নৌ-পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লঞ্চ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। যাত্রীদের ট্রলারে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।
বরিশালের মেহেন্দীগঞ্জে ঘন কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী একটি লঞ্চ পাঁচটি ইঞ্জিনচালিত নৌকার ওপর উঠে যাওয়ায় সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের মেহেন্দীগঞ্জে কুয়াশায় দিক হারিয়ে যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ মাছ ধরার পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে দিয়েছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলীসংলগ্ন মেঘনা নদীতে সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাচ্ছিল। মেহেন্দীগঞ্জ উপজেলার নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেরা হলেন পাশের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের বাকিউল্লাহ (৪০) ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাকের সিকদার (৩৫)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলাগামী লঞ্চটি ভোররাত চারটার দিকে চরশেফুলী স্টেশনে ভিড়ছিল। লঞ্চটি মাঝনদী থেকে পন্টুনের দিকে যাচ্ছিল। পন্টুনের অদূরে নদীর তীরে বাঁধা ছিল মাছ ধরার কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা। ঘন কুয়াশায় লঞ্চটি দিক হারিয়ে নৌকার সারির ওপর উঠে যায়। এতে পাঁচটি নৌকা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন দুজন।
নৌ-পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লঞ্চ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। যাত্রীদের ট্রলারে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৯ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১৪ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩১ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩৭ মিনিট আগে