মেহেন্দীগঞ্জে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ২০: ১০
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২০: ৩২

বরিশালের মেহেন্দীগঞ্জে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর ও জামাতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত দুজন হলেন উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আব্দুস শহিদ বিশ্বাস (৬০) এবং তাঁর জামাতা মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের বাজিতখা গ্রামের রাসেল ফকির (৩৫)।

উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (চরলতা) ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল হোসেন বলেন, গতকাল রাতে তারাবির নামাজ পড়ে শহিদ বিশ্বাস তাঁর জামাতা রাসেল ফকিরকে নিয়ে গজারিয়া নদীতে মাছ ধরতে যান। রাত ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। তখন নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা এবং নৌ পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত