কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ তিন দিনের টানা সরকারি ছুটি আর পর্যটন মেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। গতকাল বুধবার বিকেল থেকেই পর্যটকের আগমন হতে শুরু করে।
আজ বৃহস্পতিবার সকালে সৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। আবার অনেকে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন।
এদিকে বাড়তি পর্যটকের কারণে বিক্রি ভালো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া বিশেষ ছাড় দেওয়ায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ খালি নেই। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।
কুমিল্লা থেকে আসা রিয়া-সুনাম নামের পর্যটক দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমরা এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে এত পর্যটক আগে এখানে দেখিনি।’
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় কানসাই হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, ‘আমার হোটেলে ২০টি রুমের সবগুলোই আজকে বুক হয়ে গেছে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘একদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি আরেক দিকে স্থানীয় পর্যটন মেলা। তাই বিগত দিনের চেয়ে পর্যটক বেড়েছে। আজকেও অনেকে আসছেন। ছাড় দেওয়ায় বেশির ভাগ হোটেল-মোটেলের রুম খালি নেই।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা মিলে পর্যটকদের বিনোদনের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন হয়েছে। আশা করছি শুক্রবার লক্ষাধিক পর্যটকের আগমন হবে এখানে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে থেকে পর্যটক আসা শুরু করেছে, আজও অনেক পর্যটক এসেছে। আমরা তাঁদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছি।’
ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ তিন দিনের টানা সরকারি ছুটি আর পর্যটন মেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। গতকাল বুধবার বিকেল থেকেই পর্যটকের আগমন হতে শুরু করে।
আজ বৃহস্পতিবার সকালে সৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। আবার অনেকে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন।
এদিকে বাড়তি পর্যটকের কারণে বিক্রি ভালো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া বিশেষ ছাড় দেওয়ায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ খালি নেই। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।
কুমিল্লা থেকে আসা রিয়া-সুনাম নামের পর্যটক দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমরা এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে এত পর্যটক আগে এখানে দেখিনি।’
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় কানসাই হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, ‘আমার হোটেলে ২০টি রুমের সবগুলোই আজকে বুক হয়ে গেছে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘একদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি আরেক দিকে স্থানীয় পর্যটন মেলা। তাই বিগত দিনের চেয়ে পর্যটক বেড়েছে। আজকেও অনেকে আসছেন। ছাড় দেওয়ায় বেশির ভাগ হোটেল-মোটেলের রুম খালি নেই।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা মিলে পর্যটকদের বিনোদনের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন হয়েছে। আশা করছি শুক্রবার লক্ষাধিক পর্যটকের আগমন হবে এখানে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে থেকে পর্যটক আসা শুরু করেছে, আজও অনেক পর্যটক এসেছে। আমরা তাঁদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছি।’
নূর মোহাম্মদ বলেন, কাটার পর সেদিনই ধান মাড়াই করে দেখা যায়, শুকনো ওজনে হেক্টরপ্রতি ফলন ৫ দশমিক ৮ মেট্রিক টন। বিঘাপ্রতি ফলন ১৯ মণ। চালের হিসাবে হেক্টরপ্রতি ফলন হবে ৩ দশমিক ৮৯ মেট্রিক টন। নূর ধান-২ পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২৬ সেন্টিমিটার। গড় কুশির সংখ্যা ১২ দশমিক ৫টি। ছড়ার গড় দৈর্ঘ্য গড় ২৬ সেন্টিমি
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হোসেন সোয়েটার কারখানা সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে মোশাররফ হোসেন তালুকদার (৭০) নামের এক ব্যক্তিকে আট দিন ধরে আটকে রেখে জমি লিখে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর দুই মেয়ে। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করে।
১৭ মিনিট আগেমাদারীপুরের শিবচরে বাড়ির পাশের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
২৬ মিনিট আগে