নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সিলেটের শাহপরানের পিরেরচক এলাকার মনোয়ার জাহান চৌধুরী তিন বছর ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে সপরিবারে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশরীরে হামলার অভিযোগ এনে সম্প্রতি সিলেটের আদালতে মামলার আবেদন করেছেন শেখ শফিউর রহমান কায়েছ নামের একজন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
২ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া সেতু এলাকার ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর পাশাপাশি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাজারদর অনুযায়ী জমিগুলোর দাম প্রায় ৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ ঘণ্টা আগে