পিরোজপুর প্রতিনিধি
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ মোট ১২টি রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানায় জেলা বাস মালিক সমিতি।
পিরোজপুর থেকে বিভাগের সঙ্গে সরাসরি পাঁচটি রুট পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, ভাণ্ডারিয়া-বরিশাল, পিরোজপুর-খুলনা এবং খুলনা-বরিশালে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সাতটি রুট পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-ভাণ্ডারিয়া, পিরোজপুর-নেছারাবাদ, পিরোজপুর-পাটগাতী, পিরোজপুর-সন্ন্যাসী, মঠবাড়িয়া-পাথরঘাটা রুটের বাস ও মিনবাস চলাচলও বন্ধ রয়েছে। শুধু বিভাগীয় রুটেই নয়, ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে। আবার অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
সাধারণ যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পিরোজপুর থেকে সব রুটের বাস ও মিনবাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সড়ক ও মহাসড়কে ইঞ্জিনচালিত যানবাহন নসিমন, করিমন, ইজিবাইক, থ্রিহুলারই চলাচল করছে। নির্রধারিতর চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে বিভাগীয় সিদ্ধান্তমতে এই অবরোধ কার্যক্রম চলছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে বিভাগীয় মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে এই ধর্মঘট। চলবে আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত।
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ মোট ১২টি রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানায় জেলা বাস মালিক সমিতি।
পিরোজপুর থেকে বিভাগের সঙ্গে সরাসরি পাঁচটি রুট পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, ভাণ্ডারিয়া-বরিশাল, পিরোজপুর-খুলনা এবং খুলনা-বরিশালে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সাতটি রুট পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-ভাণ্ডারিয়া, পিরোজপুর-নেছারাবাদ, পিরোজপুর-পাটগাতী, পিরোজপুর-সন্ন্যাসী, মঠবাড়িয়া-পাথরঘাটা রুটের বাস ও মিনবাস চলাচলও বন্ধ রয়েছে। শুধু বিভাগীয় রুটেই নয়, ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে। আবার অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
সাধারণ যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পিরোজপুর থেকে সব রুটের বাস ও মিনবাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সড়ক ও মহাসড়কে ইঞ্জিনচালিত যানবাহন নসিমন, করিমন, ইজিবাইক, থ্রিহুলারই চলাচল করছে। নির্রধারিতর চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে বিভাগীয় সিদ্ধান্তমতে এই অবরোধ কার্যক্রম চলছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে বিভাগীয় মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে এই ধর্মঘট। চলবে আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত।
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ মিনিট আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩০ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১ ঘণ্টা আগে