পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর শহরে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালাচ্ছিলেন এক ব্যক্তি। শহরের পিটিআই মোড়ে প্রাইভেটকারটি আসিফ ইকবাল নামের এক যুবককে ধাক্কা দেয়। প্রতিবাদ করায় আসিফের ওপর ক্ষুব্ধ হন প্রাইভেটকারে থাকা ব্যক্তি। তিনি আসিফকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেন।
ঘটনাটি গত সোমবারের হলেও এ ঘটনার সিসিটিভি ফুটেজ গতকাল মঙ্গলবার প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। আসিফ ইকবাল সদর থানায় সিসি ক্যামেরার ফুটেজসহ লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, আসিফ ইকবাল পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি। তবে হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগী অসিফ ইকবাল জানান, গত সোমবার বিকেলে পিটিআই সড়কের পাশে তিনিসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের নম্বর বিহীন একটি প্রাইভেটকার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিল। গাড়িটি পাশ থেকে যাওয়ার সময় তাঁর হাতে ধাক্কা দেয়। পরে তিনি একটি মোটরসাইকেল চালিয়ে কিছু দূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন। এ সময় গাড়ির চালক অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে একটি শটগান হাতে নিয়ে তেড়ে আসে। কাছে এসে কোনো কথা বলার আগেই শটগান লোড করে বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। পরে তার সঙ্গে থাকা কয়েকজন ও পথচারীরা এগিয়ে এলে শটগানধারী ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে কোনো নাম্বার প্লেট ছিল না। অস্ত্রধারী ব্যক্তিকে চেনেন না তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানায় পৌর ছাত্রলীগ নেতা–কর্মীরা।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আসিফ ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর শহরে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালাচ্ছিলেন এক ব্যক্তি। শহরের পিটিআই মোড়ে প্রাইভেটকারটি আসিফ ইকবাল নামের এক যুবককে ধাক্কা দেয়। প্রতিবাদ করায় আসিফের ওপর ক্ষুব্ধ হন প্রাইভেটকারে থাকা ব্যক্তি। তিনি আসিফকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেন।
ঘটনাটি গত সোমবারের হলেও এ ঘটনার সিসিটিভি ফুটেজ গতকাল মঙ্গলবার প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। আসিফ ইকবাল সদর থানায় সিসি ক্যামেরার ফুটেজসহ লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, আসিফ ইকবাল পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি। তবে হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগী অসিফ ইকবাল জানান, গত সোমবার বিকেলে পিটিআই সড়কের পাশে তিনিসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের নম্বর বিহীন একটি প্রাইভেটকার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিল। গাড়িটি পাশ থেকে যাওয়ার সময় তাঁর হাতে ধাক্কা দেয়। পরে তিনি একটি মোটরসাইকেল চালিয়ে কিছু দূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন। এ সময় গাড়ির চালক অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে একটি শটগান হাতে নিয়ে তেড়ে আসে। কাছে এসে কোনো কথা বলার আগেই শটগান লোড করে বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। পরে তার সঙ্গে থাকা কয়েকজন ও পথচারীরা এগিয়ে এলে শটগানধারী ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে কোনো নাম্বার প্লেট ছিল না। অস্ত্রধারী ব্যক্তিকে চেনেন না তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানায় পৌর ছাত্রলীগ নেতা–কর্মীরা।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আসিফ ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে