বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসার সভাপতি পদের নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারিকুলের সমর্থক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. বাবুল হাওলাদার (৫০), যুবলীগের নেতা রানা চাপরাশি (৩০), ছাত্রলীগের নেতা রানা জমাদ্দার (২৫), মিন্টু খান (৪০) ও সহিদুলের সমর্থক সিরাজুল প্যাদা (৩৫), জহিরুল (৪০) ও সবুজ (৩৫)।
জানা যায়, নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বাবুগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা জোবায়দা নাসরিন। ভোট শুরুর আগে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তারিকুল ইসলামের সমর্থকেরা ভোটকেন্দ্রের ৬০০-৭০০ গজ দূরে অবস্থান নেন। এ সময় প্রতিপক্ষের একাধিক মাদক মামলার আসামি সহিদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারিকুলের সমর্থকদের ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় ৯ জন আহত হন।
অন্যদিকে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ১০ জন ভোটারের ৮ জন ভোট প্রয়োগ করেন। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক ৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহিদুল ইসলাম ৩ ভোট পান। অন্যদিকে, দুইজন ভোটার ভোট প্রয়োগ করেননি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সহিদুল ইসলাম এই অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
চর হোগলপাতিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. জেলাল উদ্দিন বলেন, চলতি মাসের ১৫ মে অভিভাবক সদস্যসহ ১০ জন সদস্য নির্বাচিত হন। গতকাল বেলা ১১টায় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে দুই পক্ষে সংঘর্ষ হয়।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘আমি অত্র মাদ্রাসার সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী ছিলাম না। আমি নির্বাচনে না গেলে একটা মাদ্রাসার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সভাপতি হবে, এমনটাই বলছিল এলাকাবাসীরা। দাবির মুখে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। এটা সহ্য করতে না পেরে ভোটকেন্দ্র সহিদুলের বাড়ির কাছে হওয়ায় আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ সময় উভয় পক্ষের সমর্থক আহত হয়েছেন।’
পরাজিত প্রার্থী সহিদুল ইসলাম বলেন, ‘আমার প্রতিপক্ষ তারিকুল ইসলাম আমাদের লক্ষ্য করে তাঁর বাহিনী নিয়ে ধাওয়া এবং আমাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় আমার পাঁচ-ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অলিউল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনাটি ভোটকেন্দ্র থেকে ৬০০-৭০০ গজ দূরে ঘটেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, উভয় পক্ষের ৯ জন আহত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সহিদুল একজন মাদক ব্যবসায়ী কি না, জানতে চাইলে ওসি বলেন, থানায় তাঁর নামে একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।
ঘটনার পর আওয়ামী লীগের আহত নেতৃবৃন্দকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাড তালুকদার মুহাম্মদ ইউনুস। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনসহ অন্যরা।
বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসার সভাপতি পদের নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারিকুলের সমর্থক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. বাবুল হাওলাদার (৫০), যুবলীগের নেতা রানা চাপরাশি (৩০), ছাত্রলীগের নেতা রানা জমাদ্দার (২৫), মিন্টু খান (৪০) ও সহিদুলের সমর্থক সিরাজুল প্যাদা (৩৫), জহিরুল (৪০) ও সবুজ (৩৫)।
জানা যায়, নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বাবুগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা জোবায়দা নাসরিন। ভোট শুরুর আগে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তারিকুল ইসলামের সমর্থকেরা ভোটকেন্দ্রের ৬০০-৭০০ গজ দূরে অবস্থান নেন। এ সময় প্রতিপক্ষের একাধিক মাদক মামলার আসামি সহিদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারিকুলের সমর্থকদের ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় ৯ জন আহত হন।
অন্যদিকে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ১০ জন ভোটারের ৮ জন ভোট প্রয়োগ করেন। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক ৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহিদুল ইসলাম ৩ ভোট পান। অন্যদিকে, দুইজন ভোটার ভোট প্রয়োগ করেননি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সহিদুল ইসলাম এই অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
চর হোগলপাতিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. জেলাল উদ্দিন বলেন, চলতি মাসের ১৫ মে অভিভাবক সদস্যসহ ১০ জন সদস্য নির্বাচিত হন। গতকাল বেলা ১১টায় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে দুই পক্ষে সংঘর্ষ হয়।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘আমি অত্র মাদ্রাসার সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী ছিলাম না। আমি নির্বাচনে না গেলে একটা মাদ্রাসার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সভাপতি হবে, এমনটাই বলছিল এলাকাবাসীরা। দাবির মুখে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। এটা সহ্য করতে না পেরে ভোটকেন্দ্র সহিদুলের বাড়ির কাছে হওয়ায় আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ সময় উভয় পক্ষের সমর্থক আহত হয়েছেন।’
পরাজিত প্রার্থী সহিদুল ইসলাম বলেন, ‘আমার প্রতিপক্ষ তারিকুল ইসলাম আমাদের লক্ষ্য করে তাঁর বাহিনী নিয়ে ধাওয়া এবং আমাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় আমার পাঁচ-ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অলিউল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনাটি ভোটকেন্দ্র থেকে ৬০০-৭০০ গজ দূরে ঘটেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, উভয় পক্ষের ৯ জন আহত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সহিদুল একজন মাদক ব্যবসায়ী কি না, জানতে চাইলে ওসি বলেন, থানায় তাঁর নামে একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।
ঘটনার পর আওয়ামী লীগের আহত নেতৃবৃন্দকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাড তালুকদার মুহাম্মদ ইউনুস। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনসহ অন্যরা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে