আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে সেতু ভেঙে নয়জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন। গতকাল শনিবার রাতে এই কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমার নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে আমতলীর চাওড়া নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই মাইক্রোবাস উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে মরিয়ম বিল্লাহ হুমায়রার সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে সোহাগের বিয়ে হয়। গত শুক্রবার ওই কনেকে বরের বাড়ি তুলে নেন। গতকাল কনেপক্ষের লোকজন বরের বাড়িতে মাইক্রোবাস ও অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে হলদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা নদীতে তলিয়ে যায়। অটোরিকশার সব যাত্রী সাঁতরে কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যান। এতে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন।
সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে সদস্যসচিব করা হয়েছে।
জেলা প্রশাসকের করা কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল রুহুল আমিন, এলজিইডির বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান, বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজ আহমেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক জাহাঙ্গির আলম। সাত কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তিন সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী (এসি অফিস, বরিশাল) নুরুস সাম ও এলজিইডি বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে গতকাল গভীর রাতে আমতলী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘চেইন কপ্পা দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। ওই মাইক্রোবাসের মধ্যে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, ‘বরগুনা জেলা প্রশাসক ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন।’
বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, ‘তদন্তকাজ শুরু করেছি। আজ (রোববার) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা শেষে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করা হবে।’
বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছি। প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার আমতলীতে সেতু ভেঙে নয়জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন। গতকাল শনিবার রাতে এই কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমার নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে আমতলীর চাওড়া নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই মাইক্রোবাস উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে মরিয়ম বিল্লাহ হুমায়রার সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে সোহাগের বিয়ে হয়। গত শুক্রবার ওই কনেকে বরের বাড়ি তুলে নেন। গতকাল কনেপক্ষের লোকজন বরের বাড়িতে মাইক্রোবাস ও অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে হলদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা নদীতে তলিয়ে যায়। অটোরিকশার সব যাত্রী সাঁতরে কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যান। এতে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন।
সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে সদস্যসচিব করা হয়েছে।
জেলা প্রশাসকের করা কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল রুহুল আমিন, এলজিইডির বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান, বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজ আহমেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক জাহাঙ্গির আলম। সাত কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তিন সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী (এসি অফিস, বরিশাল) নুরুস সাম ও এলজিইডি বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে গতকাল গভীর রাতে আমতলী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘চেইন কপ্পা দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। ওই মাইক্রোবাসের মধ্যে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, ‘বরগুনা জেলা প্রশাসক ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন।’
বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, ‘তদন্তকাজ শুরু করেছি। আজ (রোববার) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা শেষে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করা হবে।’
বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছি। প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১০ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩৮ মিনিট আগে