পটুয়াখালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, বজ্রাহত শিশু

পটুয়াখালী প্রতিনিধি
Thumbnail image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে দুইটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এতে বজ্রাহত হয়েছে দশ বছর বয়সী এক শিশু। আজ বুধবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রাহত শিশু জান্নাতুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, উপজেলায় মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ঝরছিল। বুধবার সকালে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় বজ্রপাতে ওই গ্রামের আক্কাস মৃধার দুইটি গরু মারা যায়। তার বাড়ির সামনেই গরু দুইটি বাঁধা ছিল। এই সময় বজ্রাহত হয় আক্কাসের মেয়ে জান্নাতুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত