Ajker Patrika

আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৬: ০৭
আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা

বরিশালের হিজলায় হিংস্র প্রজাতির আফ্রিকান মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে রাক্ষুসে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ সময় ৩৬ কেজি মাগুর জব্দ করা হয়।

পরে ওই ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে খুন্না গোবিন্দপুর গ্রামের মো. মোতাহার কবিরাজের পুকুরে সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। মাছগুলো এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে আহরণ অযোগ্য প্রায় ২০০ কেজি আফ্রিকান মাগুর মাছ বিনষ্ট করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, আফ্রিকান মাগুর মাছ রাক্ষুসে ও হিংস্র এবং এর দ্রুত প্রজনন ঘটে। এ মাছ জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছসহ সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জন্য হুমকি। হিংস্র মাগুর মাছ চাষের অপরাধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মো. মোতাহার কবিরাজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত