নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ দাবি জানান।
শিক্ষকরা জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের নিয়োগ বাতিল না করা হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৯ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের জন্য বরাদ্দকৃত গাড়ি ও কর্মকর্তা-কর্মচারী প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ, ইউজিসির বিভিন্ন তদন্ত এবং সংবাদমাধ্যমের তথ্যমতে, এই ব্যক্তি বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত এবং একটি ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারারের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে, যা ইউজিসির তদন্তে প্রমাণিত। তিনি তৎকালীন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।
শিক্ষকেরা আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক বা প্রশাসকের পরিবর্তে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।
১ ডিসেম্বর বিতর্কিত ট্রেজারারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসে শিক্ষকেরা প্রতিবাদ জানান। ১২৮ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ২৬ নভেম্বর রাতে নতুন ট্রেজারার ক্যাম্পাসে যোগদানে আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন।
শিক্ষকেরা ঘোষণা দিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এই নিয়োগ বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. খোরশেদ আলম, ড. মাহফুজ আলম, সাদেকুর রহমান, সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, জামাল উদ্দীন, আব্দুল আলিম বাসের, আবু জিহাদসহ অন্য শিক্ষকেরা।
আরও পড়ুন—
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
আন্দোলনকারীদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বৈঠক হট্টগোলে শেষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ দাবি জানান।
শিক্ষকরা জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের নিয়োগ বাতিল না করা হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৯ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের জন্য বরাদ্দকৃত গাড়ি ও কর্মকর্তা-কর্মচারী প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ, ইউজিসির বিভিন্ন তদন্ত এবং সংবাদমাধ্যমের তথ্যমতে, এই ব্যক্তি বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত এবং একটি ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারারের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে, যা ইউজিসির তদন্তে প্রমাণিত। তিনি তৎকালীন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।
শিক্ষকেরা আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক বা প্রশাসকের পরিবর্তে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।
১ ডিসেম্বর বিতর্কিত ট্রেজারারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসে শিক্ষকেরা প্রতিবাদ জানান। ১২৮ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ২৬ নভেম্বর রাতে নতুন ট্রেজারার ক্যাম্পাসে যোগদানে আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন।
শিক্ষকেরা ঘোষণা দিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এই নিয়োগ বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. খোরশেদ আলম, ড. মাহফুজ আলম, সাদেকুর রহমান, সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, জামাল উদ্দীন, আব্দুল আলিম বাসের, আবু জিহাদসহ অন্য শিক্ষকেরা।
আরও পড়ুন—
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
আন্দোলনকারীদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বৈঠক হট্টগোলে শেষ
স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে গণসমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদ
৩৪ মিনিট আগেরাজশাহীতে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য এর চালককে খুন করা হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেরমজান মাসে নিরাপদ সড়ক ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করেন হাফিজুর।
১ ঘণ্টা আগে