Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ বাতিল চেয়ে শিক্ষকদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ০০
ববির প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা। ছবি: আজকের পত্রিকা
ববির প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ দাবি জানান।

শিক্ষকরা জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের নিয়োগ বাতিল না করা হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৯ ডিসেম্বরের মধ্যে ট্রেজারারের জন্য বরাদ্দকৃত গাড়ি ও কর্মকর্তা-কর্মচারী প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ, ইউজিসির বিভিন্ন তদন্ত এবং সংবাদমাধ্যমের তথ্যমতে, এই ব্যক্তি বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত এবং একটি ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারারের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে, যা ইউজিসির তদন্তে প্রমাণিত। তিনি তৎকালীন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।

শিক্ষকেরা আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক বা প্রশাসকের পরিবর্তে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।

১ ডিসেম্বর বিতর্কিত ট্রেজারারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসে শিক্ষকেরা প্রতিবাদ জানান। ১২৮ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ২৬ নভেম্বর রাতে নতুন ট্রেজারার ক্যাম্পাসে যোগদানে আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন।

শিক্ষকেরা ঘোষণা দিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এই নিয়োগ বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. খোরশেদ আলম, ড. মাহফুজ আলম, সাদেকুর রহমান, সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, জামাল উদ্দীন, আব্দুল আলিম বাসের, আবু জিহাদসহ অন্য শিক্ষকেরা।

আরও পড়ুন—

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বৈঠক হট্টগোলে শেষ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত