কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।
আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।
পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’
পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।
আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।
পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ few সেকেন্ড আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১১ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৫ মিনিট আগে