বরগুনায় অনিবন্ধিত ১৮ ক্লিনিক বন্ধ

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯: ২০

বরগুনা জেলার ১৮টি অনিবন্ধিত ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ‘ভবিষ্যতে কার্যক্রম পরিচালনা হবে না মর্মে’ মালিকদের লিখিত অঙ্গীকারও রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেনি বা আবেদন করেছে কিন্তু নিবন্ধন এখনো পায়নি এ রকম ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে আমতলী উপজেলায় দুটি, বামনা উপজেলায় পাঁচটি, বরগুনা সদর উপজেলায় চারটি, পাথরঘাটা উপজেলায় পাঁচটি ও তালতলী উপজেলায় দুটি।

স্বাস্থ্য বিভাগ জানায়, ১৮টি অনিবন্ধিত ও আবেদিত কিন্তু শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, বরগুনা সদর উপজেলায় ৪টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না মর্মে মালিক পক্ষ লিখিত অঙ্গীকার করেছে।

একইভাবে আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার অনিবন্ধিত ও শর্ত পূরণে ব্যর্থ এমন আবেদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিভিল সার্জন ড. মোহাম্মদ ফজলুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার ছয়টি উপজেলায় মোট ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বরগুনা জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ মনিটরিং এর আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত