নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর চারজন নেতা কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রার্থী হওয়া জামায়াত নেতারা হলেন নগরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শাখার আইনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম, ২৩ নম্বর ওয়ার্ডে মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে মনির হোসেন তালুকদার এবং ২৯ নম্বর ওয়ার্ডে মীর মাহবুব হোসেন।
চারজনের মধ্যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচন। এ বিশ্বাস থেকেই তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
এবারও ২৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান বলেন, দলের প্রান্তিক নেতা-কর্মীদের রাজনীতিতে সক্রিয় রাখার কৌশল হিসেবে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁরা। সালাউদ্দিন মাসুম এর আগে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
এ ব্যাপারে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর আজকের পত্রিকাকে বলেন, কাউন্সিলর প্রার্থী হতে দলের বিধিনিষেধ নেই, আবার দল থেকে কাউকে উৎসাহিতও করা হয়নি।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর চারজন নেতা কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রার্থী হওয়া জামায়াত নেতারা হলেন নগরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শাখার আইনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম, ২৩ নম্বর ওয়ার্ডে মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে মনির হোসেন তালুকদার এবং ২৯ নম্বর ওয়ার্ডে মীর মাহবুব হোসেন।
চারজনের মধ্যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচন। এ বিশ্বাস থেকেই তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
এবারও ২৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান বলেন, দলের প্রান্তিক নেতা-কর্মীদের রাজনীতিতে সক্রিয় রাখার কৌশল হিসেবে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁরা। সালাউদ্দিন মাসুম এর আগে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
এ ব্যাপারে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর আজকের পত্রিকাকে বলেন, কাউন্সিলর প্রার্থী হতে দলের বিধিনিষেধ নেই, আবার দল থেকে কাউকে উৎসাহিতও করা হয়নি।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
৮ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩২ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৪৪ মিনিট আগে