আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ কারাগারে পাঠানো গৃহবধূকে মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শারমিন সুলতানা সুমী তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নিবন্ধনকারী কর্মকর্তা মো. ফুয়াদ হোসেন। তিনি বলেন, ‘১৭ হাজার টাকার জন্য ২ বছরের শিশু সন্তানসহ নুপুর মধুকে গ্রেপ্তারের পর আজ (রোববার) আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমী মানবিক কারণে তাঁর জামিন দিয়েছেন।’
এ বিষয়ে গৃহবধূর শাশুড়ি শ্রীমতি হালদার আজকের পত্রিকাকে জানান, এক বছর আগে তারা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অনটনের কারণে নিয়মিত এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয় নুপুর মধু। বর্তমানে আর ১৭ হাজার টাকা পাওনা ছিল ওই এনজিওর। লোনের টাকা খেলাপি হওয়ায় এনজিও বিডিএস কর্তৃপক্ষ সমিতির সদস্য নুপুর মধুর নামে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেপ্তারের জন্য আগৈলঝাড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গত শুক্রবার গভীর রাতে মহিলা পুলিশ ছাড়াই অভিযান পরিচালনা করে নুপুর মধুকে গ্রেপ্তার করেন। এ সময় মামলার আসামি না হলেও নুপুর মধুর দুই বছরের ছেলে কৌশিক হালদার ও শাশুড়ি শ্রীমতি হালদারকে (৫৫) আটক করে থানায় নিয়ে যান পুলিশের ওই কর্মকর্তা।
শ্রীমতি হালদার অভিযোগ করে বলেন, ‘আমরা মামলার নোটিশ পেয়ে পাঁচ হাজার টাকা নিয়ে এনজিওতে জমা দিয়েছি। তখন এনজিও থেকে জানানো হয়, তিন হাজার টাকা কিস্তি হিসেবে জমা দিবে তারা। বাকি দুই হাজার টাকা দিয়ে মামলা প্রত্যাহারের খরচ লাগবে।’
এ বিষয়ে এনজিও বিডিএসের নির্বাহী পরিচালক এসএস এইচ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নুপুর মধু ঋণ নিয়েছে এক বছর পার হয়েছে। তাই ঋণ খেলাপির মামলা করা হয়েছে। কিস্তির টাকা না দেওয়ায় ওই গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে আদালত জামিন দিয়েছে বলেও শুনেছি।’
বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ কারাগারে পাঠানো গৃহবধূকে মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শারমিন সুলতানা সুমী তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নিবন্ধনকারী কর্মকর্তা মো. ফুয়াদ হোসেন। তিনি বলেন, ‘১৭ হাজার টাকার জন্য ২ বছরের শিশু সন্তানসহ নুপুর মধুকে গ্রেপ্তারের পর আজ (রোববার) আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমী মানবিক কারণে তাঁর জামিন দিয়েছেন।’
এ বিষয়ে গৃহবধূর শাশুড়ি শ্রীমতি হালদার আজকের পত্রিকাকে জানান, এক বছর আগে তারা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অনটনের কারণে নিয়মিত এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয় নুপুর মধু। বর্তমানে আর ১৭ হাজার টাকা পাওনা ছিল ওই এনজিওর। লোনের টাকা খেলাপি হওয়ায় এনজিও বিডিএস কর্তৃপক্ষ সমিতির সদস্য নুপুর মধুর নামে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেপ্তারের জন্য আগৈলঝাড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গত শুক্রবার গভীর রাতে মহিলা পুলিশ ছাড়াই অভিযান পরিচালনা করে নুপুর মধুকে গ্রেপ্তার করেন। এ সময় মামলার আসামি না হলেও নুপুর মধুর দুই বছরের ছেলে কৌশিক হালদার ও শাশুড়ি শ্রীমতি হালদারকে (৫৫) আটক করে থানায় নিয়ে যান পুলিশের ওই কর্মকর্তা।
শ্রীমতি হালদার অভিযোগ করে বলেন, ‘আমরা মামলার নোটিশ পেয়ে পাঁচ হাজার টাকা নিয়ে এনজিওতে জমা দিয়েছি। তখন এনজিও থেকে জানানো হয়, তিন হাজার টাকা কিস্তি হিসেবে জমা দিবে তারা। বাকি দুই হাজার টাকা দিয়ে মামলা প্রত্যাহারের খরচ লাগবে।’
এ বিষয়ে এনজিও বিডিএসের নির্বাহী পরিচালক এসএস এইচ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নুপুর মধু ঋণ নিয়েছে এক বছর পার হয়েছে। তাই ঋণ খেলাপির মামলা করা হয়েছে। কিস্তির টাকা না দেওয়ায় ওই গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে আদালত জামিন দিয়েছে বলেও শুনেছি।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে