বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে একটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন জিএম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। যদিও অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে একটি পক্ষ প্রধান শিক্ষককে ফাঁসাতে চাচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি করেছে। বুধবার বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা বিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওপর অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদিপ্ত সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোবাইলে করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আশুতোষ ব্রম্ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি পক্ষ পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে অপসারণের জন্য পরিকল্পিত একটি ঘটনা সাজিয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদিপ্ত সরকার বলেন, ওই ছাত্রী বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের বাকেরগঞ্জে একটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন জিএম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। যদিও অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে একটি পক্ষ প্রধান শিক্ষককে ফাঁসাতে চাচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি করেছে। বুধবার বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা বিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওপর অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদিপ্ত সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোবাইলে করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আশুতোষ ব্রম্ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি পক্ষ পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে অপসারণের জন্য পরিকল্পিত একটি ঘটনা সাজিয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদিপ্ত সরকার বলেন, ওই ছাত্রী বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
১ ঘণ্টা আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
২ ঘণ্টা আগে