বরগুনা প্রতিনিধি
নিজ বাসায় খাতা এনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আমতলীর পৌর মেয়র মতিউর রহমানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়র মতিউর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাসায় বসে মেয়র মতিউর রহমানের পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হয়ে পড়ে। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একটি দল আমতলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে মেয়রকে দেখতে না পেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যায়। আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানালেও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত হলে মেয়রের বাসায় বসে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান বলেন, ‘খবর পাই মেয়র মতিউর রহমান তাঁর বাসায় বসে আমতলী সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে কলেজে পরীক্ষাকেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার হলের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে তাঁর বিষয়ে জানতে চাই। তখন তাঁরা বলেন, এ নামে কেউ রেজিস্ট্রেশন করেন নাই আবার পরীক্ষা দেবে কীভাবে। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ সাহেবের কাছে জানতে চাইলে প্রথমে তিনি তথ্য দিতে চাননি। পরে কাগজপত্র দেখে তিনি মেয়র মতিউর রহমানের হাজিরা খাতায় আমাদের সামনে অনুপস্থিত লিখে দেন।’
এ বিষয়ে জানতে চইলে মতিউর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসার কারণে আমি পরীক্ষা হলে যাইনি। তবে আমি বাড়ি থেকেও পরীক্ষায় অংশ নিইনি।’
এ নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, ‘প্রথমে যখন তাঁরা আমার কাছে জানতে চেয়েছেন, তখন আমার জানা ছিল না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করছেন। পরে কাগজপত্র যাচাই করে তাঁদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এ রকম কোনো প্রমাণ পাইনি।’
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, ‘এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
নিজ বাসায় খাতা এনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আমতলীর পৌর মেয়র মতিউর রহমানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়র মতিউর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাসায় বসে মেয়র মতিউর রহমানের পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হয়ে পড়ে। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একটি দল আমতলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে মেয়রকে দেখতে না পেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যায়। আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানালেও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত হলে মেয়রের বাসায় বসে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান বলেন, ‘খবর পাই মেয়র মতিউর রহমান তাঁর বাসায় বসে আমতলী সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে কলেজে পরীক্ষাকেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার হলের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে তাঁর বিষয়ে জানতে চাই। তখন তাঁরা বলেন, এ নামে কেউ রেজিস্ট্রেশন করেন নাই আবার পরীক্ষা দেবে কীভাবে। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ সাহেবের কাছে জানতে চাইলে প্রথমে তিনি তথ্য দিতে চাননি। পরে কাগজপত্র দেখে তিনি মেয়র মতিউর রহমানের হাজিরা খাতায় আমাদের সামনে অনুপস্থিত লিখে দেন।’
এ বিষয়ে জানতে চইলে মতিউর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসার কারণে আমি পরীক্ষা হলে যাইনি। তবে আমি বাড়ি থেকেও পরীক্ষায় অংশ নিইনি।’
এ নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, ‘প্রথমে যখন তাঁরা আমার কাছে জানতে চেয়েছেন, তখন আমার জানা ছিল না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করছেন। পরে কাগজপত্র যাচাই করে তাঁদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এ রকম কোনো প্রমাণ পাইনি।’
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, ‘এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগেকক্সবাজারে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। গতকাল বুধবার দুপুরে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে
১ ঘণ্টা আগে