মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে যুবদলের মোটরসাইকেলের বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকায় এ হামলা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী রবি মোটরসাইকেলের বহর নিয়ে মুলাদী উপজেলা সদরে আসার সময় এই হামলার শিকার হন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদারের অভিযোগ, হামলায় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
মিজানুর রহমান হাওলাদার আরও জানান, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট ইউনুছ আলী রবি কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার তিনি সড়কপথে মৃধারহাট হয়ে মুলাদী উপজেলায় আসছিলেন। এ সময় উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁকে স্বাগত জানান।
শান্তিপূর্ণ মোটরসাইকেলের বহরটি মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় পৌঁছলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল অতর্কিত হামলা চালান। এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার, যুবদল নেতা অপু হাওলাদার, শাহাদাত হোসেন, মাসুম মৃধা, রামিম হোসেন, মিরাজ মৃধাসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুনরায় হামলার ভয়ে আহতরা মুলাদী হাসপাতলে ভর্তি না হয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন।
পৌর যুবদল নেতা জসিম সিকদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হন। ওই সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল নেতা-কর্মীদের ওপর প্রথমে হামলা চালান। পরে মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় অর্ধশতাধিক বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে যুবদল কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল জানান, যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দের।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘যুবদলের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে যুবদলের মোটরসাইকেলের বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকায় এ হামলা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী রবি মোটরসাইকেলের বহর নিয়ে মুলাদী উপজেলা সদরে আসার সময় এই হামলার শিকার হন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদারের অভিযোগ, হামলায় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
মিজানুর রহমান হাওলাদার আরও জানান, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট ইউনুছ আলী রবি কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার তিনি সড়কপথে মৃধারহাট হয়ে মুলাদী উপজেলায় আসছিলেন। এ সময় উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁকে স্বাগত জানান।
শান্তিপূর্ণ মোটরসাইকেলের বহরটি মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় পৌঁছলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল অতর্কিত হামলা চালান। এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার, যুবদল নেতা অপু হাওলাদার, শাহাদাত হোসেন, মাসুম মৃধা, রামিম হোসেন, মিরাজ মৃধাসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুনরায় হামলার ভয়ে আহতরা মুলাদী হাসপাতলে ভর্তি না হয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন।
পৌর যুবদল নেতা জসিম সিকদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হন। ওই সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল নেতা-কর্মীদের ওপর প্রথমে হামলা চালান। পরে মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় অর্ধশতাধিক বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে যুবদল কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল জানান, যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দের।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘যুবদলের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
৪ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৫ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৬ ঘণ্টা আগে