Ajker Patrika

তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন বিদ্যালয়ের অফিস সহায়ক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন বিদ্যালয়ের অফিস সহায়ক

ভোলার লালমোহনে এসএসসির তিন পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদ ও তাঁর বড় ভাই ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

গতকাল শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড করিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো—ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. তুহিন, শান্ত ও মো. হাসান। 

তুহিন জানায়, রাতে তিন সহপাঠী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। করিমগঞ্জ বাজারে এসে পৌঁছালে তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগ তুলে বেধড়ক মারধর করেন বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদ ও তাঁর বড় ভাই ফরহাদ হোসেন। 

শান্ত জানায়, মারধরের সময় জিহাদের পা জড়িয়ে ধরলেও ক্ষমা করেননি তিনি। 

তুহিনের বাবা মো. কবির বলেন, ‘শুনেছি স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। রাতেই তাদের লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অফিস সহায়কের এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

এ বিষয়ে জানতে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. জিহাদের ফোনে নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জিহাদের বড় ভাই ফরহাদ হোসেন বলেন, রাতে ওই শিক্ষার্থীদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে রাস্তার বাইরে পড়ে গিয়েছিলেন তিনি। এ ঘটনা শুনে ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে জিহাদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। এ জন্য তাদের মারধর করে জিহাদ। 

করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন নিজাম বলেন, এ ঘটনা শুনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রাতিষ্ঠানিকভাবে ও স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত