Ajker Patrika

আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ১১ চিকিৎসক

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ১১ চিকিৎসক

প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১১ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। আজ সোমবার সকালে চিকিৎসকেরা যোগদান করেছেন বলে জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। যোগদানের সময় নতুন চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

নতুন চিকিৎসকেরা হলেন-ডা. মুর্শিদা আক্তার, ডা. মো. রায়হান আলম, ডা. অতন্দ্রিলা চৌধুরী লোপা, ডা. অংকুর কর্মকার, ডা. অর্নব সাহা, ডা. ফারহানা ইসলাম, ডা. দীপা হালদার, ডা. মো. তারিকুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মো. নাজমুল হোসাইন ও ডা. মিরন হালদার। 

জানা যায়, এখন পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় কর্মরত চিকিৎসকের সংখ্যা ২১ জন। তবে এখনো ৫ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এবার রোগীদের চিকিৎসা সেবা নিয়ে সমস্যার লাঘব হবে। চিকিৎসক সংকট অনেকটা কেটে গেছে। উপজেলার মানুষজন এখন যথাযথ চিকিৎসা সেবা পাবেন।

চিকিৎসকেরা যোগদানের সময় উপস্থিত ছিলেন-আরএমও ডা. মামুন মোল্লা, ডা. আলামিন হোসাইন ও ডা. সাবিনা আফরোজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত