কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় ইলিশ পার্কের দেয়াল ও গেট ভাঙার অভিযোগ এনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পার্কের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার। আজ রোববার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমান বলেন, ‘পৌরসভার রাস্তা নির্মাণের নামে ইলিশ পার্কের দেয়াল জোর করে ভেঙে ফেলেছেন পৌর মেয়র ও তাঁর লোকজন। রাস্তা নির্মাণে উভয় পাশের জমি নেওয়ার কথা থাকলেও উদ্দেশ্যমূলকভাবে পুরো রাস্তাই আমার জমির মধ্য দিয়ে নেওয়া হয়েছে। এ সময় ইলিশ পার্কে হামলা ও গালমন্দ করা হয়েছে।’ তবে অভিযোগ
অস্বীকার করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মনির শরীফ বলেন, ‘রাস্তা সবার প্রয়োজনে করা হয়েছে। এখানে পৌরসভার ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি নেই। রুমান সাহেব রাস্তা নির্মাণে বাধা দিয়ে আসছেন। তিনি বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করছেন।’
ইলিশ পার্কের কোনো দেয়াল ভাঙা হয়নি বলে দাবি করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। তিনি বলেন, ‘কাউকে গালমন্দ করা হয়নি। জনস্বার্থে সড়ক প্রশস্তের কারণে ইলিশ পার্কের অংশ বিশেষ যাদের কাছে বিক্রি করা হয়েছে, তাঁদের অনুমতি নিয়েই দেয়াল ভাঙা হয়েছে।’
পটুয়াখালীর কুয়াকাটায় ইলিশ পার্কের দেয়াল ও গেট ভাঙার অভিযোগ এনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পার্কের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার। আজ রোববার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমান বলেন, ‘পৌরসভার রাস্তা নির্মাণের নামে ইলিশ পার্কের দেয়াল জোর করে ভেঙে ফেলেছেন পৌর মেয়র ও তাঁর লোকজন। রাস্তা নির্মাণে উভয় পাশের জমি নেওয়ার কথা থাকলেও উদ্দেশ্যমূলকভাবে পুরো রাস্তাই আমার জমির মধ্য দিয়ে নেওয়া হয়েছে। এ সময় ইলিশ পার্কে হামলা ও গালমন্দ করা হয়েছে।’ তবে অভিযোগ
অস্বীকার করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মনির শরীফ বলেন, ‘রাস্তা সবার প্রয়োজনে করা হয়েছে। এখানে পৌরসভার ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি নেই। রুমান সাহেব রাস্তা নির্মাণে বাধা দিয়ে আসছেন। তিনি বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করছেন।’
ইলিশ পার্কের কোনো দেয়াল ভাঙা হয়নি বলে দাবি করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। তিনি বলেন, ‘কাউকে গালমন্দ করা হয়নি। জনস্বার্থে সড়ক প্রশস্তের কারণে ইলিশ পার্কের অংশ বিশেষ যাদের কাছে বিক্রি করা হয়েছে, তাঁদের অনুমতি নিয়েই দেয়াল ভাঙা হয়েছে।’
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৫ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
২৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে