Ajker Patrika

আগৈলঝাড়ায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
আগৈলঝাড়ায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়া দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার সাহেবেরহাট তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু। পরে জব্দকৃত অবৈধ চায় না কারেন্ট জাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সেতুর ওপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম, মৎস্য সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোমসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত