আগৈলঝাড়ায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ২১: ৩০

বরিশালের আগৈলঝাড়া দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার সাহেবেরহাট তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু। পরে জব্দকৃত অবৈধ চায় না কারেন্ট জাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সেতুর ওপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম, মৎস্য সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোমসহ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত