নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে গভীর রাতে এক নারী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাজারের এক পাহারাদারের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মিয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় এলে অভিযুক্ত পাহারাদার ও ধর্ষণে সহযোগিতা করা অপর দুই পাহারাদারসহ মোট তিনজনকে ধরে থানায় আনা হয়েছে। এই ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসস্ট্যান্ডে নেমে নৌকায় করে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এ সময় বাজারের পাহারাদার মো. তৈয়ব আলী মোল্লা (৬০), মো. সহিদুল ইসলাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (৫০) ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের একটি গলিতে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদের সময় একপর্যায়ে তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেন। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে তাঁরা সটকে পড়েন। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানান। পুলিশ অভিযুক্ত তিনজনকে ধরে থানায় নিয়ে আসে।
ওই নারী বলেন, ‘আমাকে তারা জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। আমি তাদের হাতে-পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। তারা আমার কোনো আকুতি না শুনে প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষণ করে। পরে বাকি দুজনে ধর্ষণের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।’
ওসি বনি আমীন বলেন, ওই নারী তাঁর জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের নেছারাবাদে গভীর রাতে এক নারী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাজারের এক পাহারাদারের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মিয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় এলে অভিযুক্ত পাহারাদার ও ধর্ষণে সহযোগিতা করা অপর দুই পাহারাদারসহ মোট তিনজনকে ধরে থানায় আনা হয়েছে। এই ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসস্ট্যান্ডে নেমে নৌকায় করে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এ সময় বাজারের পাহারাদার মো. তৈয়ব আলী মোল্লা (৬০), মো. সহিদুল ইসলাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (৫০) ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের একটি গলিতে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদের সময় একপর্যায়ে তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেন। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে তাঁরা সটকে পড়েন। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানান। পুলিশ অভিযুক্ত তিনজনকে ধরে থানায় নিয়ে আসে।
ওই নারী বলেন, ‘আমাকে তারা জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। আমি তাদের হাতে-পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। তারা আমার কোনো আকুতি না শুনে প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষণ করে। পরে বাকি দুজনে ধর্ষণের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।’
ওসি বনি আমীন বলেন, ওই নারী তাঁর জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে বিচ ভ্যালি এবং কিংশুক নামের দুটি ইকো রিসোর্ট পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। সাইরী ইকো রিসোর্টের রিসেপশনে মাল্টি প্লাগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
২০ মিনিট আগেরাজনৈতিক পটপরিবর্তন হলেও ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী খায়রুজ্জামান খাজার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের ক্ষমতামলে কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুর রহমানের আস্থাভাজন ছিলেন; এখন হয়ে উঠেছেন যুবদল নেতা। বিরুদ্ধ মতের কাউকে থাকতে হলে তাঁকে দিতে হয় চাঁদা...
৩ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মো. সৈকত (১৯)। পুলিশ বলছে, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন হয়েছেন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার নাম জানায়নি পুলিশ
১০ ঘণ্টা আগেদশম শ্রেণির স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগে