নদী থেকে দুই পা বাঁধা যুবককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৪ মে ২০২৩, ২০: ৪২
আপডেট : ০৪ মে ২০২৩, ২১: ০১

বরিশাল সদরের বুখাইনগর নদী থেকে দুই পা বাঁধা অবস্থায় তোতা মিয়া (২৮) নামের এক দিনমজুরকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আজ বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

জানা গেছে, পেশায় টাইলস মিস্ত্রি তোতা মিয়া বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের আশ্রব আলীর ছেলে। তিনি একই উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদেরহাট গ্রামে শ্বশুর নুরুজ্জামানের বাড়িতে থাকেন। তোতা মিয়া এক কন্যাসন্তানের বাবা।

হাসপাতালে ভর্তি তোতা মিয়া সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে জাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। গতকাল বুধবার দুপুরে বুখাইনগরে তাঁর সঙ্গে দেখা হয়। তখন তোতাকে নিয়ে স্পিডবোটে ঘুরতে যান জাহিদ। বিকেলে পার্শ্ববর্তী সাহেবের হাট এলাকায় পৌঁছালে আরও দুই ব্যক্তি স্পিডবোটে ওঠেন।

তোতা মিয়া আরও বলেন, সন্ধ্যায় তোতা মিয়াকে জাহিদসহ অন্যরা মারধর করে মানিব্যাগসহ ছয় হাজার টাকা ছিনিয়ে নেন। তখন তোতার দুই পা বেঁধে ফেলে তারা। এ সময় দুই হাত বেঁধে কালাবদর নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করলে তিনি লাফিয়ে নদীতে পড়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।

বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, স্পিডবোট ভাড়া করে হত্যাচেষ্টার ঘটনা রহস্যজনক। তদন্ত শেষে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত