পিরোজপুর প্রতিনিধি
রীতি বহির্ভূতভাবে দল পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ তুলে প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে নিয়ে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েক হাজার নেতা–কর্মীর উপস্থিতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
আবু সাঈদ মিয়া মনু জেপি-মঞ্জু কাউখালী উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। পদত্যাগপত্র জেপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সাঈদ মিয়া মনু দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে মঞ্জু অনেক দিন ক্ষমতায় থাকলেও মনুর নির্বাচনী এলাকা কাউখালীতে তেমন উন্নয়ন করেননি, বরং মঞ্জু নিজ উপজেলা ভান্ডারিয়ায় ব্যাপক উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। এর ফলে কাউখালীর সাধারণ মানুষ সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
আবু সাঈদ মিয়া মনু আরও দাবি করেন, প্রয়োজনের সময় দলের কর্তাব্যক্তিদের পাওয়া যায় না। নির্বাচন এলে কেবল চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ মেলে। এ ছাড়া কাউখালী উপজেলায় বাজারের খাজনা পরিশোধের অঙ্গীকার করলেও বর্তমানে তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মঞ্জু। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তাই জেপির উপজেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ থেকে মনুর সমর্থকেরা পদত্যাগ করেছেন।
এ সময় মনুর সঙ্গে একাত্মতা ঘোষণা করে পদত্যাগ করেন জাতীয় পার্টির (জেপি) কাউখালী উপজেলা শাখার সহসভাপতি সিকদার মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মো. খসরু মিয়াসহ বেশ কয়েকজন নেতা। মনু সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর সঙ্গে কাউখালী উপজেলা থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী জেপি থেকে পদত্যাগ করেছেন।
এর আগে আবু সাইদ মনু বিএনপি থেকে জাতীয় পার্টিতে (জেপি-মঞ্জু) যোগদান করেন। পরে সাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের উপজেলার সভাপতির পদ পান।
রীতি বহির্ভূতভাবে দল পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ তুলে প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে নিয়ে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েক হাজার নেতা–কর্মীর উপস্থিতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
আবু সাঈদ মিয়া মনু জেপি-মঞ্জু কাউখালী উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। পদত্যাগপত্র জেপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সাঈদ মিয়া মনু দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে মঞ্জু অনেক দিন ক্ষমতায় থাকলেও মনুর নির্বাচনী এলাকা কাউখালীতে তেমন উন্নয়ন করেননি, বরং মঞ্জু নিজ উপজেলা ভান্ডারিয়ায় ব্যাপক উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। এর ফলে কাউখালীর সাধারণ মানুষ সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
আবু সাঈদ মিয়া মনু আরও দাবি করেন, প্রয়োজনের সময় দলের কর্তাব্যক্তিদের পাওয়া যায় না। নির্বাচন এলে কেবল চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ মেলে। এ ছাড়া কাউখালী উপজেলায় বাজারের খাজনা পরিশোধের অঙ্গীকার করলেও বর্তমানে তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মঞ্জু। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তাই জেপির উপজেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ থেকে মনুর সমর্থকেরা পদত্যাগ করেছেন।
এ সময় মনুর সঙ্গে একাত্মতা ঘোষণা করে পদত্যাগ করেন জাতীয় পার্টির (জেপি) কাউখালী উপজেলা শাখার সহসভাপতি সিকদার মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মো. খসরু মিয়াসহ বেশ কয়েকজন নেতা। মনু সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর সঙ্গে কাউখালী উপজেলা থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী জেপি থেকে পদত্যাগ করেছেন।
এর আগে আবু সাইদ মনু বিএনপি থেকে জাতীয় পার্টিতে (জেপি-মঞ্জু) যোগদান করেন। পরে সাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের উপজেলার সভাপতির পদ পান।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে