Ajker Patrika

সন্তানকে নতুন জীবন দিয়ে দগ্ধ মা তানজিনা পরপারে

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ২২: ৩৫
সন্তানকে নতুন জীবন দিয়ে দগ্ধ মা তানজিনা পরপারে

একমাত্র শিশু সন্তানের আবদার রক্ষা করতে আরও চার স্বজনকে নিয়ে রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে খেতে যান পিরোজপুরের তানজিনা এশা। আগুন লাগলে সন্তান–স্বজনদের বাইরে বের করে বাঁচাতে পারলেও দগ্ধ হয়ে মারা যান তিনি। 

তানজিনা এশা রাজধানীর বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী। জেলা মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক ও জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমানের বোন। 

নড়াইলপাড়া এলাকায় নিহতের জানাজা। ছবি: আজকের পত্রিকা

আজ শুক্রবার পিরোজপুরের পুরোনো ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা ৩টায় তানজিনা এশার লাশবাহী গাড়ি নড়াইলপাড়া বাসায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় তার ছয় বছরের শিশু পুত্র আরহামের চিৎকারে পরিবেশ অনেকটা ভারী হয়ে ওঠে। 

নিহতের খালাতো ভাই তৌকির মুজিব আবির আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের আবদার রক্ষা করতে বৃহস্পতিবার রাতে বেইলি রোডের রেস্টুরেন্টে ছেলে ও স্বজনদের নিয়ে যান এশা। একমাত্র ছেলে আরহামকে বের করে দিয়ে নিজের বের হওয়ার আগেই বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান তানজিনা এশা। ছেলের কাচ্চি খাওয়ার আবদার করলে মা সেই আবদার রক্ষা করতে রেস্টুরেন্টে গিয়েছিল। আগুনের ঘটনা ঘটলে স্বজন ও ছেলেকে বের করে দিলেও নিজে আর বের হতে পারেনি। বিস্ফোরণে মৃত্যু হয় তানজিনা এশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত