Ajker Patrika

প্রতিবন্ধী ভেবে ফুটফুটে নবজাতককে সড়কে ফেলে গেলেন স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সড়ক থেকে উদ্ধার নবজাতককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
সড়ক থেকে উদ্ধার নবজাতককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী হওয়ার শঙ্কায় গভীর রাতে ফুটফুটে এক নবজাতককে বরিশাল নগরীর সড়কে ফেলে গেছেন স্বজনেরা। তোয়ালে মোড়ানো শিশুটির পাশেই দুধ পান করানোর ফিডার ও কাপড়চোপড় রাখার একটু ঝুড়ি পড়ে ছিল।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ত্রিশ গোডাউনের শিঙারা পয়েন্ট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নবজাতককে ফেলে যাওয়ার সময় সঙ্গে একটি তোয়ালে, একটি ঝুড়ি ও শিশুদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবকদের শনাক্তের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ওই এলাকায় নবজাতককে দেখতে পান রুহুল আমিন নামে একজন ব্যক্তি। এরপর ওই ব্যক্তি শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, পিঠ ও পায়ের গঠন দেখে ধারণা করা হচ্ছে, শিশুটি প্রতিবন্ধী হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণেই হয়তো নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনেরা। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত