Ajker Patrika

৭ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, ঈদ করতে এসে ধরা

মুলাদি (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৬: ২৮
৭ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, ঈদ করতে এসে ধরা

সাত বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক ছিলেন পারভেজ ব্যাপারী (৩৫)। এ বছর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাতে মুলাদী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পারভেজ ব্যাপারী বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গোসাইরহাট থানায় অস্ত্র মামলায় সাত বছরের সাজা হয়েছিল।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির বলেন, ২০০৫ সালে পারভেজ ব্যাপারীর বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। মামলার রায়ের পর সাজা এড়াতে পারভেজ দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এ বছর তিনি ঈদ করতে বাড়ি আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পারভেজকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত