প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশাল আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০: ৫৩

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বরিশাল আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্বে বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। অপর গ্রুপের নেতৃত্বে আছেন বরিশাল সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। প্রধানমন্ত্রীর জন্মদিনকে উপলক্ষ করে দুটি পক্ষই শক্তি প্রদর্শনের তোড়জোড় শুরু করেছে।

জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আজ সকালে ফুল দেওয়া এবং বিকেলে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর গ্রুপ। অপরদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারীরা বিকেলে নগরীর নুরিয়া স্কুলে পৃথকভাবে ঘটা করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করতে যাচ্ছেন। 
 
তবে কর্মসূচিতে বরিশালে থাকবেন না প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ ছাড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বরিশালের কর্মসূচিতে থাকবেন কি-না সেটিও নিশ্চিত করতে পারেননি দলের কোনো নেতা। 

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘রাজনৈতিক সংকট থাকতেই পারে। আমরা চোখ কান খোলা রেখে কাউকে জল ঘোলা করতে দেব না, আবার ঘোলা জলে মাছ শিকারও করতে দেব না।’ তিনি ২৮ সেপ্টেম্বর বিকেলে দলীয় কার্যালয়ের কর্মসূচিতে কর্মী উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেন। 
 
এর আগের দিন বুধবার প্রতিমন্ত্রীর অনুসারীরা সভা করে কর্মসূচির ঘোষণা দেন। ওই সভার সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মীর আমিন উদ্দিন মোহন। তিনি বলেন, নেত্রীর জন্মদিনে তাঁরা আছরের নামাজের পর নগরীর নুরিয়া স্কুলের ময়দানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করবেন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও কাউন্সিলরসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। তবে প্রতিমন্ত্রী অনুষ্ঠানে থাকবেন না বলে তিনি নিশ্চিত করেন তিনি। 

আমিন উদ্দিন মোহন বলেন, রাজনৈতিক গতি বাড়ানোই তাঁদের লক্ষ্য। কেননা বরিশালে পারিবারিক রাজনীতি শুরু হয়েছে।  প্রতিহিংসার কর্মসূচি দিয়েছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। তাঁরা আমাদের আওয়ামী লীগ হিসেবে স্বীকৃতিই দেন না। 

ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মনির বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সর্বজনীন একটি অনুষ্ঠান হবে। নেতাকর্মীরা বরিশালে রাজনীতি করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন। আওয়ামী লীগ করেন বিধায় যেখানে সম্মান পাবেন সেখানেই থাকবেন তিনি। 

এসব প্রসঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করবে। মেয়র সাদিক আব্দুল্লাহ সশরীরে বা ভার্চ্যুয়ালি কর্মসূচিতে থাকবেন। করোনায় দীর্ঘ বিরতির পর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা দরকার। তাঁরা যে মাঠে আছেন তা এ কর্মসূচিতেই সবাই জানতে পারবেন। 
 
আওয়ামী লীগ নেতা আনোয়ার বলেন, জেলা ও মহানগরের বাইরে নগরীর নুরিয়া স্কুলে যারা কর্মসূচি দিয়েছেন তাঁরা আওয়ামী লীগের লোক বলে তিনি মনে করেন না। বরিশাল আওয়ামী লীগের ক্ষতি করার জন্য তাঁরা আলাদা প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের আয়োজন করছেন। 

তবে এ কর্মসূচিতে বড় ফ্যাক্টর প্রতিমন্ত্রীর অনুসারী নয়জন কাউন্সিলর। গত রোববার ফাঁস হওয়া এক অডিও কথোপকথনে নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়ার রহমান বিপ্লব অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কর্মসূচি আমরা আমাদের মতো পালন করতেছি। মেয়র সাদিক আমাদের যেইভাবে মূল্যায়ন করছে আমরাও তাকে সেইভাবেই মূল্যায়ন করব।’

এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের অপর সহসভাপতি আফজালুল করিম বলেন, পৃথকভাবে জন্মদিন পালনের খবর তাঁর জানা নেই। সাংগঠনিক ভাবে জেলা ও মহানগর একত্রে জন্মদিন পালন করতে যাচ্ছে। তাঁরা (প্রতিমন্ত্রীর অনুসারীরা) বিচ্ছিন্নভাবে কর্মসূচি করলে সেটি তাঁদের ব্যাপার। তিনি বলেন, মেয়র সাদিক কর্মসূচিতে থাকবেন কি-না তা তাঁর জানা নেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত