বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
জীবনের পড়ন্তবেলায় প্রেম, অতঃপর পরিণয়। এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন এক বয়স্ক যুগল। আলোচিত এ ঘটনাটি ঘটেছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে। মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের রঙিন বাড়িতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বরের নাম আশ্রাফ আলী ব্যাপারী (৬২), কনে বানু বেগম (৫৪)। গতকাল শনিবার রাতে যুগলের বিয়ে সম্পন্ন হয়। একাকিত্ব ঘোচাতে ভালোবেসে বিয়ে করেছেন তাঁরা।
ব্যতিক্রমধর্মী এ বিয়েতে ১ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করা হয়। পরে নগদ ৫০ হাজার টাকা পরিশোধিত দেনমোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর উদ্যোগে এই বিয়েতে গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। বর-কনে উভয়েই বর্তমানে চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
চট্টগ্রাম থেকে আসা বানু বেগমের ঘরে এক কন্যাসন্তান রয়েছে। বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বদ্বীপ থেকে আসা বৃদ্ধ আশরাফ আলী ব্যাপারী ছিলেন চিরকুমার। তবে জীবনের শেষ সময়ে এসে আর একাকিত্ব সইতে পারছিলেন না। সিদ্ধান্ত বদল করে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বানু বেগমকে। বিয়ের আগে বেশ কিছু দিন তাঁরা প্রেম করেছেন। এ নিয়ে অনেক কটুকথাও শুনতে হয়েছে। তবে বিয়েটা বেশ ধুমধাম করেই দিয়েছেন এলাকাবাসী।
ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বলেন, ‘চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বিয়ের পাত্র ভিক্ষুক আশরাফ আলী ব্যাপারী ছিলেন চিরকুমার। বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বের জীবন কাটাতেন আশরাফ। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।’
একই প্রকল্পের বাসিন্দা পরের বাড়িতে ঝিয়ের কাজ করা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে-জামাইয়ের সঙ্গে ছিলেন। নিঃসঙ্গতা কাটাতে তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে পরিবারের সম্মতিতে গতকাল রাতে ধুমধাম করে তাঁদের বিয়ে দেওয়া হয়।
এমন আয়োজনে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল। চেয়ারম্যান আরও বলেন, ‘এলাকাবাসী নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। এই বিয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনন্য প্রেমের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমিসহ আমার এলাকাবাসী সবাই তাঁদের এই বিয়েতে খুশি।’
আশরাফ আলী ব্যাপারী ও বানু বেগম তাঁদের দাম্পত্যজীবন যেন শেষ মুহূর্ত পর্যন্ত সুখময় হয় সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
জীবনের পড়ন্তবেলায় প্রেম, অতঃপর পরিণয়। এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন এক বয়স্ক যুগল। আলোচিত এ ঘটনাটি ঘটেছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে। মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের রঙিন বাড়িতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বরের নাম আশ্রাফ আলী ব্যাপারী (৬২), কনে বানু বেগম (৫৪)। গতকাল শনিবার রাতে যুগলের বিয়ে সম্পন্ন হয়। একাকিত্ব ঘোচাতে ভালোবেসে বিয়ে করেছেন তাঁরা।
ব্যতিক্রমধর্মী এ বিয়েতে ১ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করা হয়। পরে নগদ ৫০ হাজার টাকা পরিশোধিত দেনমোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর উদ্যোগে এই বিয়েতে গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। বর-কনে উভয়েই বর্তমানে চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
চট্টগ্রাম থেকে আসা বানু বেগমের ঘরে এক কন্যাসন্তান রয়েছে। বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বদ্বীপ থেকে আসা বৃদ্ধ আশরাফ আলী ব্যাপারী ছিলেন চিরকুমার। তবে জীবনের শেষ সময়ে এসে আর একাকিত্ব সইতে পারছিলেন না। সিদ্ধান্ত বদল করে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বানু বেগমকে। বিয়ের আগে বেশ কিছু দিন তাঁরা প্রেম করেছেন। এ নিয়ে অনেক কটুকথাও শুনতে হয়েছে। তবে বিয়েটা বেশ ধুমধাম করেই দিয়েছেন এলাকাবাসী।
ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বলেন, ‘চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বিয়ের পাত্র ভিক্ষুক আশরাফ আলী ব্যাপারী ছিলেন চিরকুমার। বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বের জীবন কাটাতেন আশরাফ। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।’
একই প্রকল্পের বাসিন্দা পরের বাড়িতে ঝিয়ের কাজ করা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে-জামাইয়ের সঙ্গে ছিলেন। নিঃসঙ্গতা কাটাতে তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে পরিবারের সম্মতিতে গতকাল রাতে ধুমধাম করে তাঁদের বিয়ে দেওয়া হয়।
এমন আয়োজনে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল। চেয়ারম্যান আরও বলেন, ‘এলাকাবাসী নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। এই বিয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনন্য প্রেমের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমিসহ আমার এলাকাবাসী সবাই তাঁদের এই বিয়েতে খুশি।’
আশরাফ আলী ব্যাপারী ও বানু বেগম তাঁদের দাম্পত্যজীবন যেন শেষ মুহূর্ত পর্যন্ত সুখময় হয় সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সরকারি জমি ও সৈকতের বেলাভূমি দখলের যেন মচ্ছব চলছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গত তিন থেকে চার মাসে শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে...
২ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১১ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগে