বঙ্গবন্ধু টানেল দাবিতে মার্কিন টানেলের ছবি: চবির ডায়েরি প্রত্যাহারের নির্দেশ, তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮: ৫১
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিশিয়াল ডায়েরিতে বঙ্গবন্ধু টানেলের নামে যুক্তরাষ্ট্রের একটি টানেলের ছবি ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অতিসত্বর বিলিকৃত ডায়েরি প্রত্যাহারের নির্দেশনা দিয়ে ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর এই পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দীনকে আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ মঈনুল ইসলাম লিটনকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

কমিটির অন্য দুই সদস্য হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম ও আইন বিভাগের অধ্যাপক রকিবা নবী।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, ‘ডায়েরিতে বঙ্গবন্ধু টানেলের ভুল ছবি ব্যবহৃত হওয়ায় আমরা বিলিকৃত ডায়েরি প্রত্যাহারের নির্দেশনা দিয়েছি। পাশাপাশি এই ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪ সালের অফিশিয়াল ডায়েরির শেষ দুই পৃষ্ঠায় একটি টানেলের ছবি ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবিটি চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের বলে দাবি করলেও আসলে এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের এলিজাবেথ রিভার টানেলের ছবি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত